উপভাষা কি / উপভাষা কাকে বলে? বাংলাদেশের প্রধান উপভাষাগুলো কত প্রকার ও কি কি? ( সংক্ষিপ্ত পরিচয় সহ )



উপভাষা কি / উপভাষা কাকে বলে? বাংলাদেশের প্রধান উপভাষাগুলো কত প্রকার ও কি কি? ( সংক্ষিপ্ত পরিচয় সহ ) 


উপভাষা কি / উপভাষা কাকে বলে?


ইংরেজি ' Dialect ' শব্দের বাংলা প্রতিশব্দ হলো ' উপভাষা '। ' উপভাষার ' উপ সর্গটির অর্থ হচ্ছে ' সাদৃশ্য '। মানে, যা ভাষার নিকটবর্তী, ভাষার মতো বা ভাষা সদৃশ তাকেই উপভাষা বলে।

ড. আ. মোর্শেদের মতে, উপভাষা হচ্ছে চলিত ভাষার একটি উপরূপ, যা চলিত ভাষাভাষীদের চেয়ে কম অঞ্চলে বা নিজস্ব সম্প্রদায়ের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে।

বাংলাদেশের প্রধান উপভাষাগুলো কত প্রকার ও কি কি?


ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. সুকুমার সেন, অতীন্দ্র মজুমদার  ইত্যাদি অধিকাংশ পন্ডিতগণেরই একই মত পোষণ করেছেন। সবার মত হচ্ছে যে বাংলাদেশের প্রধান উপভাষা মোট পাঁচটি

এগুলো হচ্ছে:

১। রাঢ়ী,
২। ঝাড়খণ্ডী,
৩। বরেন্দ্রী,
৪। বাঙালি ও
৫। কামরূপী।

উপভাষা গুলোর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো:


১। রাঢ়ী: মধ্য পশ্চিম বঙ্গ। অর্থাৎ তার ভিতরে রয়েছে পশ্চিম রাঢ়ী- বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া। পূর্ব রাঢ়ী- কলকাতা, চব্বিশ পরগণা, নদীয়া, হাওড়া, হুগলী, উত্তর-পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ।

২। ঝাড়খণ্ডী: দক্ষিণ - পশ্চিম প্রান্ত বঙ্গ ও বিহারের কিছু অংশ। এর মধ্যে রয়েছে মালভূম, সিংভূম, ধলভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ - পশ্চিম মেদিনীপুর অঞ্চলে ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত।

৩। বরেন্দ্রী: উত্তর বঙ্গ অর্থাৎ মালদাহ, দক্ষিণ দিনাজপুর,  রাজশাহী ও পাবনা জেলা এ উপভাষার অন্তর্ভুক্ত।

৪। বাঙালি: পূর্ব বঙ্গ দক্ষিণ পূর্ব বঙ্গ এ উপভাষী অঞ্চল।  ঢাকা, ময়মনসিংহ,  ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোহর, নোয়াখালী,  চট্টগ্রাম এ উপভাষার অন্তর্ভুক্ত।

৫। কামরূপী: উত্তর - পূর্ববঙ্গ কামরূপী ভাষার অন্তর্ভুক্ত।  এতে আছে জলপাইগুড়ি, রংপুর, কুচবিহার, উত্তর দিনাজপুর, কাছাড়, শ্রীহট্ট, ত্রিপুরা।

আরও পড়ুনভাষা কি/ভাষা কাকে বলে কত প্রকার ও কি কি ? ( বিস্তারিত )

Post a Comment

0 Comments