মায়াবতী - জসিম ইসলাম। মায়াবতী কবিতা। জসিম ইসলামের কবিতা



মায়াবতী - জসিম ইসলাম। মায়াবতী কবিতা। জসিম ইসলামের কবিতা


          মায়াবতী
      জসিম ইসলাম


তোর বাড়ির  ঐ বারান্দা টা
আমার অনেক চেনা,
তোর মুখের ঐ দুষ্টু হাসি
লক্ষ টাকায় কেনা।

তোর চুলের ঐ সুবাস মাখা
গন্ধে মাতোয়ারা,
হলাম কবে দুষ্ট কবি এই ভেবে
তো সাড়া।

চোখ যেন তোর সদ্দ ফোটা
একটি গোলাপ ফুল,
সব ভুলে যাই দেখি যখন তোর
ঐ কানের দুল।

উড়াস নে আর দখিন হাওয়ায়
তোর ঐ এলো চুল,
নয়তো আমি পাগল হবো
করবো সবি ভূল।

মন টা আমার থাকে না রে
নিজের দেহের মাঝে,
তাই তো তোরি পিছু ছুটি
সকাল দুপুর সাঝে!

আরও পড়ুন: এই তো জীবন - জসিম ইসলাম। এই তো জীবন কবিতা। জসিম ইসলামের কবিতা

Post a Comment

0 Comments