কবি শামসুর রহমান পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )।
১৯২৯ সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন কবি শামসুর রহমান। শামসুর রহমানের পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে।
বাংলাদেশের অন্যতম প্রধান কবিদের মাঝে একজন হচ্ছে কবি শামসুর রহমান।
বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় কবি শামসুর রহমানের সফল বিচরণ রয়েছে।
কবি শামসুর রহমানের কর্মজীবন
শামসুর রহমান মূলত পেশায় একজন সাংবাদিক ছিলেন।
কবি শামসুর রহমান বিভিন্ন সময়ে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে।
এছাড়াও কবি শামসুর রহমান প্রায় এক দশকের মতো ' দৈনিক বাংলা'র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কবি শামসুর রহমান অনুবাদ করেছেন কবিতা।লিখেছেন উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা।
তাছারা কবি শামসুর রহমান শিশুদের নিয়ে চমৎকার সব আকর্ষনীয় কবিতা লিখেছেন।
কবি শামসুর রহমানের উল্লেখযোগ্য কিছু কবিতা হচ্ছে:
- ধান ভানলে কুঁড়ো দিবো।
- গোলাপ ফোটে খুকীর হাতে।
- এলাটিং বেলাটিং।
কবি শামসুর রহমানের প্রাপ্ত পুরষ্কারসমূহ
- বাংলা একাডেমি পুরষ্কার।
- একুশে পদক।
- মোহাম্মদ নাসিরউদ্দীন স্বর্ণপদক।
ইত্যাদি।
কবি শামসুর রহমানের জীবনাবসান ঘটে ২০০৬ সালে ঢাকায়।