সনজীদা খাতুনের পরিচিতি ( জন্ম, সাহিত্যকর্ম, পুরস্কার )।
১৯৩৩ সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন সনজীদা খাতুন।
সনজীদা খাতুনের কর্মজীবন
সনজীদা খাতুন মূলত প্রবন্ধকার ও গবেষক। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর।
সনজীদা খাতুন রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো:
- ধ্বনি থেকে কবিতা।
- রবীন্দ্রসংগীতের ভাবসম্পদ।
- অতীতদিনের স্মৃতি।
সনজীদা খাতুনের প্রাপ্ত উল্লেখযোগ্য পুরষ্কারসমূহ :
১। সাহিত্য ও গবেষণাকর্মের সনজীদা খাতুন লাভ করেন।
২। বাংলা একাডেমি পুরষ্কার।
৩। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরষ্কার।
সনজীদা খাতুনের সংস্কৃত ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ' একুশে পদক ' লাভ করেন।