সৈয়দ মুজতবা আলী'র পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )।
১৯০৪ সালে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন সৈয়দ মুজতবা আলী।
সৈয়দ মুজতবা আলী'র শিক্ষাজীবন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহসান্নিধ্যে পাঁচ বছর লেখাপড়ার পর সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতন থেকে স্নাতক পাশ করেন।
এছাড়াও সৈয়দ মুজতবা আলী আরও অধ্যয়ন করেছেন আলীগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল - আজহার বিশ্ববিদ্যালয় থেকে।
সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্যরচয়িতা ও গদ্যশৈলীর স্রষ্টা।
সৈয়দ মুজতবা আলী'র উল্লেখযোগ্য গন্থগুলো :
- চাচা কাহিনী।
- দেশে বিদেশে।
- জলে ডাঙ্গায়।
- শবনম।
- পঞ্চতন্ত্র।
সৈয়দ মুজতবা আলী'র জীবনাবসান ঘটে ১৯৭৪ সালে।