বৃদ্ধ দাদুর স্বপ্ন
আমি বেশ কয়েক দিন লক্ষ করলাম। ৮০ ঊর্ধো এক বৃদ্ধ প্রতিদিন বিকেলে খেলার মাঠের এক কোণে বসে মগ্ন হয়ে ক্রিকেট খেলা দেখতো। একদিন কৌতুহলবসত উনার কাছে গিয়ে,
- ' দাদু আপনার পাশে একটু বসতে পারি'? ( বৃদ্ধ লোকটি আমার দাদুর বয়সী, তাই দাদু সম্মোধন করলাম)
- কেনো নয়, বসো।
- আমি তৎক্ষণাত উনার পাশে বসে পরলাম।
- জিজ্ঞেস করলাম,অাচ্ছা দাদু আপনি রোজ এখানে বসে এত মগ্ন হয়ে ক্রিকেট খেলা দেখেন কেনো? আপনার বয়সী অন্য কেউ ত নিয়মিত মাঠে আসে না খেলা দেখতে। কৌতুহল থেকে একসাথে অনেক প্রশ্নই করে বসলাম।
- ক্রিকেট খেলা আমার সবচেয়ে প্রিয় একটি খেলা। আমার স্বপ্ন ছিলো আমি একজন ক্রিকেটার হবো। খেলতামও ভালো। বলেই বৃদ্ধ চুপ করে গেলেন।
- তারপর, তারপর কি হয়েছে দাদু?
আমার শোনার আগ্রহ দেখে বৃদ্ধ এক দীর্ঘ শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলো, গ্রামের এক অতি দরিদ্র ঘরে আমার জন্ম। জন্মের ৭ বছরের মাথায় বাবা মারা যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস তার ৩ বছর পর, আমার বয়স যখন ১০ বছর তখন মাও মারা গেলো। বাকি ছিলাম আমি আর আমার ৪ বছরের ছোটো একটি বোন। স্বাভাবিক ভাবেই পরিবারের বড়ো যেহেতু আমি তাই সংসারের দায়িত্বটাও আমার কাধে পড়ে।
অল্প বয়স থেকেই কাজ করা শুরু করি। এবং দীর্ঘ ৬০ বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে টানাটানির সংসারটি একটি কাক্ষিত স্থানে পৌঁছায়।
আজ আমার বোনের সুন্দর একটি সংসার হয়েছে। আমারও দুই ছেলে পোড়ালেখা শেষ করে ভালো চাকরি করছে। বলতে গেলে এখন আমরা সুখি পরিবার।
কিন্তু মনের কোণে জমে থাকা সেই ছোটো বেলার স্বপ্ন টা আজও মাঝে মাঝে উঁকি দিয়ে উঠে। কিন্তু যখন নিজের দিকে তাকাই স্বপ্নটা বাস্তবতার ভিড়ে তখন হাড়িয়ে যায়। কারণ এখন আমি আর সেই ছোটো নই, আজ আমি ৮০ উর্ধো এক প্রবীণ ব্যাক্তি। তাই রোজ এখানে বসে এদের খেলা দেখি, এদের খেলার মাঝখান থেকে একটু প্রশান্তি খোঁজার চেষ্টা করি। আর....
- আর কি দাদু?
- আর বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করি।
আফসোস করে বললেন, এইতো সেদিনকার কথা আমিও তোমাদের মতো ছিলাম। কিন্তু কিভাবে যে এতগুলো বছর চোখের পলকে কেটে গেলো বুঝতেই পারলাম না। এখন চোখের পাতা ক্ষণিক সময়ের জন্যে বন্ধ হলেও আতঙ্কিত হয়ে যাই, মনে হয় আর বুঝি চোখের পাতা খুলে এই খেলা, সংসার কিছুই দেখতে পারবো না।
কথা বলতে বলতেই বেলা গড়িয়ে সন্ধা নেমে এলো, বৃদ্ধ চলে গেলো। আমি কিছুক্ষণ সেখানেই বসে রইলাম।
বৃদ্ধের কথা থেকে একটা বিষয় ভালোভাবেই উপলব্ধি করলাম যে, মানুষের জিবন গল্পের মোড় ঘুরাতে বাস্তবতার একটু করাঘাতই যথেষ্ট.....!
~ ওসমান আলী।