মিছে মায়া
ওসমান আলী।
অনেক আশা ভালোবাসা হবে যে একদিন
হৃদয় দিয়ে বাসবো ভালো বাড়বে যে তার ঋণ,
পড়বে শাড়ি করবে আড়ি করবে অভিমান
মিষ্টি সুরে গল্প করে ভাঙ্গাবো তার মান।
হৃদয় দিয়ে বাসবো ভালো বাড়বে যে তার ঋণ,
পড়বে শাড়ি করবে আড়ি করবে অভিমান
মিষ্টি সুরে গল্প করে ভাঙ্গাবো তার মান।
তোমার দেখা পেলাম একদিন দূরে অচিন গাঁয়
দেখার পরে না দেখলে মোর পরাণ ফেঁটে যায়,
আলাপ হলো গল্প হলো সঙ্গে হলো প্রেম
সাথে সাথেই বাঁধলাম একটা বড়ো ফটোর ফ্রেম।
দেখার পরে না দেখলে মোর পরাণ ফেঁটে যায়,
আলাপ হলো গল্প হলো সঙ্গে হলো প্রেম
সাথে সাথেই বাঁধলাম একটা বড়ো ফটোর ফ্রেম।
তোমার বাবা বড় মানুষ বড়ো বড়ো ঘর
তোমার আমার ভালোবাসা যেন অনেক পর,
বড়লোকের ছেলের সাথে হলো বিয়ে ঠিক
কুঁড়েঘরে বসে আমি করলাম অনেক ধিক।
তোমার আমার ভালোবাসা যেন অনেক পর,
বড়লোকের ছেলের সাথে হলো বিয়ে ঠিক
কুঁড়েঘরে বসে আমি করলাম অনেক ধিক।
কাঁদলাম আমি দেখলে তুমি রইলে শুধু চুপ
কথায় গেলো ভালোবাসার গহীন বনে ডুব?
মুখ ফিরিয়ে চলে গেলে দেখলে না একবার
ভালোবাসার মিছে মায়া হলো যে চুরমার।
কথায় গেলো ভালোবাসার গহীন বনে ডুব?
মুখ ফিরিয়ে চলে গেলে দেখলে না একবার
ভালোবাসার মিছে মায়া হলো যে চুরমার।
চাইলে তুমি ছাড়তাম আমি বাসা বাড়ি ঘর
দূর অজানায় যেতাম চলে থাকতো নাতো ডর,
গরীব আমি নেইতো বড়ো বংশ পরিচয়
তাইতো আমার সাথে শুধু সবারি নয় ছয়।
দূর অজানায় যেতাম চলে থাকতো নাতো ডর,
গরীব আমি নেইতো বড়ো বংশ পরিচয়
তাইতো আমার সাথে শুধু সবারি নয় ছয়।
স্বরবৃত্ত ছন্দ - ৪ + ৪ + ৪ + ১
এখন তা গল্প
ওসমান আলী
আগের দিনে পালকি ছিলো
দাদু আমায় বলে,
সকাল হলে ডাক পরতো
মাঠেতে যাই চলে।
দাদু আমায় বলে,
সকাল হলে ডাক পরতো
মাঠেতে যাই চলে।
দুপুর হলে ডোবার জলে
নেমে পরতো সবে,
সে সব দিন নেই যে আর
হারিয়ে গেছে কবে।
নেমে পরতো সবে,
সে সব দিন নেই যে আর
হারিয়ে গেছে কবে।
বিকেল হলে বটের তলে
আসত সবে চলে,
আগেই ছিলো মজার দিন
মুরুব্বিরা বলে।
আসত সবে চলে,
আগেই ছিলো মজার দিন
মুরুব্বিরা বলে।
মেয়েরা সব কলসি কাঁখে
আলতা লাগা পায়,
রোজ সময়ে দল বাধিঁয়ে
জল আনতে যায়।
আলতা লাগা পায়,
রোজ সময়ে দল বাধিঁয়ে
জল আনতে যায়।
গরুর গাড়ি ঘোড়ার গাড়ি
সেসব গেলো কই?
একলা বসে চুপটি করে
নীরব হয়ে রই।
সেসব গেলো কই?
একলা বসে চুপটি করে
নীরব হয়ে রই।
মাত্রাবৃত্ত ছন্দ - ৫ + ৫ + ৫ + ২