কবিতা - বিজয় কথা। পরের ক্ষতি।




বিজয় কথা

ওসমান আলী


ছেলে আমার আসবে ফিরে অপেক্ষাতে মা
রহিম করিম সবাই আসলো ছেলে আসলো না,
দ্বারে বসে ভুখা পেটে কাতর কন্ঠে কয়,
আমার ছেলে আসবে কবে? সবাই নীরব রয়।

পাশের গাঁয়ের সুন্দরী এক সুবর্ণা তার নাম
দেশের তরে কষ্ট করে ইজ্জত দিছে দাম,
বৃদ্ধ বাবা পঙ্গু ঘরে নাহি কোনো চোখ
চুপটি করে রইলো পরে নাহি কোনো শোক।

জানলা পাশে জালালের বউ উদাস হয়ে মন
জানিনা কি ভাবছে বসে একলা সর্ব ক্ষণ,
স্বামী তাহার গেছে চলে যুদ্ধে বিয়ের পর
একদিনো সে করেনি তার স্বামীর সাথে ঘর।

এক দুই তিন নয় ত্রিশ লক্ষ তাজা তাজা প্রাণ
দেশের তরে করেছে তার আত্ম-বলিদান,
রাজপথ সবি রক্তে রাঙা চূর্ণ সবার মন
এক এক করে জীবন দিছে অনেক আপন জন।

সুখের বাণী আসলো পরে আগে গেলো প্রাণ
শহীদ হয়ে মুক্ত করলো তারা দেশের মান,
হাজার কোটি সালাম করি তোমরা বাংলা বীর
জীবন দিয়ে করলো যারা দেশের উচু শির

স্বরবৃত্ত ছন্দ - ৪ + ৪ + ৪ + ১
তারিখ- ১৫/১২/২০১৯



পরের ক্ষতি

ওসমান আলী


চালাক অতি সেজোনা তুমি
ভালোই থেকো সবার কাছে,
মন্দ কথা বলে যেজন
ঘুরোনা তুমি তাদের পাছে।

যে কোনো কাজ করার আগে
স্বীয় মেধা লাগাও কাজে,
ঠকবে নাকি মানুষ তাতে
অনেক কিছু ভাবার আছে।

পরের ক্ষতি করলে তুমি
নিজের ক্ষতি আপনি হবে,
পরের ধনে করলে লোভ
নিজের সুখ নিজে হারাবে।

সততা আনে সুখের বাণী
আমরা এটা জানি সবাই,
লোক ঠকিয়ে চলে যেজন
তাদের কোনো রক্ষা নাই।

ধূর্ত হয়ে ভদ্র সেজে
লোকের মাঝে করবে চুরি?
কথায় আছে আবার শুনো
অতি চালাকি গলায় দড়ি

Post a Comment

0 Comments