পৃথিবী, পর্বত, নদী, সাগর, চন্দ্র, সূর্য, সর্প শব্দের সমার্থক শব্দ বা প্রতিশব্দ




পৃথিবী, পর্বত, নদী, সাগর, চন্দ্র, সূর্য, সর্প শব্দের সমার্থক শব্দ বা প্রতিশব্দ 


পৃথিবী 

        
 ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, ধরিত্রী, জগৎ, ধরা, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল । 

পর্বত


গিরি, পাহাড়, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, অচল, শৃঙ্গধর, শৈল, মহীধর, মহীন্দ্র।

নদী


তটিনী, তরঙ্গিণী, প্রবাহিণী, শৈবলিনী, সরিৎ, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরিণী।

সাগর


সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর,  দরিয়া, বারীন্দ্র, জলধি, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।

চন্দ্র


চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক।

সূর্য

       
রবি, সবিতা, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, দিবাকর, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, কিরণমালী, দিনপতি, বালকি, অর্ষমা।

সর্প


সাপ, আশীবিষ, উরহ, অহি, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক।

Post a Comment

0 Comments