অনলাইন ব্লগে লেখা প্রকাশ করার সহজ উপায়




অনলাইন ব্লগে লেখা প্রকাশ করার সহজ উপায়


বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশ করার নিয়ম?
বিভিন্ন ব্লগে লেখা প্রকাশ করার নিয়ম?
অনলাইনে লেখা প্রকাশ করার নিয়ম?


এক দুই তিন নয় বরং হাজারো এমন প্রশ্ন নিয়ে অসংখ্য লেখক গুগলে সার্চ করতেই থাকে অনবরত। এমন কি আমিও বাদ পড়িনি।

লেখা প্রকাশের ক্ষেত্রে লেখকের পক্ষে এটা একটা অতিরিক্ত ঝামেলা ও বিরক্তিকর কাজ। এবং জটিল সমস্যাও বটে।

আপনিও যদি এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্যই।

সাহিত্য রচনা একটি সৃজনশীল কাজ। একে ধরা বাধা কোনো নিয়মে আবদ্ধ করা যায় না। সাহিত্যকে বুঝতে ও উপলব্ধি করতে হয় মুক্ত ভাবে।

আপনি যদি একজন লেখক হয়ে থাকেন এবং চাচ্ছেন যে আপনার লেখাও অনলাইন ব্লগে প্রকাশ করা হোক তাহলে সাহিত্য মহলে আপনাকে স্বাগতম।

আমদের এই সাহিত্য মহলে আপনার লেখাকে অধিক গুরুত্ব দেওয়া হবে এবং যত তাড়াতাড়ি সম্ভম লেখা প্রকাশ করা হবে

সাহিত্য মহলে লেখা পাঠানোর পদ্ধতিঃ


আপনি শুধু নিচের ফরম টি পুরণ করুন

১। আপনার নাম,

২। আপনার ফোন নাম্বার,

৩। আপনার ই-মেইল এডড্রেস,

৪। চার নাম্বার বক্সটিতে আপনার লেখাটি দিন,

৫। এখন সাবমিট বাটনে ক্লিক করুন।


* - required fields

আপনার প্রক্রিয়া সফল হয়েছে। এখন সম্পাদক আপনার লেখা রিভিউ করে প্রকাশ না করা পর্যন্ত অপেক্ষা করুন এবং চোখ রাখুন সাহিত্য মহলে

আপনি চাইলে সরাসরি ফেসবুকে মেসেজের মাধ্যমেও লেখা পাঠাতে পরেন। এক্ষেত্রে ( এখানে ক্লিক করুন )

যেসব টপিকের উপর লিখতে পারবেন:




যেসব কারণে আপনার লেখা প্রকাশ না করা যেতে পারেঃ


১। লেখা আপনার স্বরচিত না হলে,

২।  কোনো জাতি, রাজনীতি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন লেখা হলে।

Post a Comment

1 Comments
  1. আমার কবিতাটি submit হয়েছে কি না তা কি করে বুঝবো

    ReplyDelete