ভাবসম্প্রসারণ : বেঁচেও পরে যদি মানুষ দোষে - মরেও বীচে যদি মানুষ ঘোষে ।

মুলভাব : মানুষের অমরতা নির্ণীত হয় তার কাজের নিরিখে। জীবদ্দশায় মানু নির্ণীত হয়; খারাপ কাজের দ্বারা সে তাই জীবদ্দশাতেই সবার দ্বারা আ পরেও তাকে বাঁচিয়ে রাখে মানুষের মধ্যে।




সম্প্রসারিত ভাব : মানবজীবন সীমাবদ্ধ। এ সীমান্য জীবনেই মানুষকে চিরে অনেক মানুষই জন্মে, যারা নিজেরা বেঁচে থাকাকেই সর্বোত্তম ভাবনা হিসেবে। নিজেই সবকিছু উপভোগ করে যেতে। তার ওপর অন্যদেরও যে একটা আশা ব্যক্তি ভুলে যায়। ফলে তার চারপাশের কেউই যেমন তাকে মনে রাখে না ডাস্টবিনে সে নিক্ষিপ্ত হয়। অপরপক্ষে সারাজীবন যে ব্যক্তি শুধু নিজের ব মানুষকে ভালোবাসে এবং সে অনুযায়ী কাজ করে তাহলে সে সম্মানিত হয়। মৃত্যুর পরও সে বেঁচে থাকে মানুষের হৃদয়ে।


ফুটবল ব্যানার ডিজাইনের সঠিক নিয়ম জেনে নিন ২০২২

কাতার বিশ্বকাপে জার্মানির ব্যানার ও পোষ্টার ডিজাইন কোন এপপ্স দিয়ে করবেন জেনে নিন ২০২২।


Argentina poster design plp file । আর্জেন্টিনা পোস্টার ডিজাইন

 

Brazil Poster Design PLP File | ব্রাজিল পোস্টার ডিজাইন | WorldCup Football Qatar 2022


মন্তব্য : কর্মের দ্বারাই জীবিত মানুষ মৃতবৎ আবার মৃত মানুষ চিরজ প্রাপ্ত হয় সে বেঁচে থেকেও মৃত। 

Post a Comment

0 Comments