চোখ উঠার লক্ষণ কারণ চিকিৎসকের পরামর্শ:- সাহিত্য মহল

 চোখ উঠার লক্ষণ কারণ চিকিৎসকের পরামর্শ


১. চোখ ওঠা রোগে চোখ লাল হয়ে যায়

২. ঘুম থেকে উঠালে চোখ আঠা আঠা লাগা

৩. চোখ চুলকানো এবং জ্বালাপোড়া করা

৪. সব সময় চোখর ভেতর কিছু একটা পড়েছে এমন অনুভুতি

৫. আলোর দিকে তাকালে অস্বস্তি লাগা 

৬. সবকিছু ঘোলা দেখা 

৭. চোখ দিয়ে পানি পড়া

৮. চোখের কোনায় ময়লা জমা

৯. চোখ ফুলে যাওয়া ইত্যাদি




চোখ উঠলে করণীয় কাজ:

১. আক্তান্ত চোখে নোংরা পানি, ধুলাবালি, দূষিত বাতাস যেন চোখে প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখুন

২. সকালে ওঠার পর চোখে পানি দিয়ে পরিষ্কার করতে হবে

৩. চোখ উঠলে বাইরে যাওয়ার সময় সানগ্লাস পরতে হবে

৪. চোখ ওঠা ভাইরাসজনিত রোগ, তাই যাদের চোখ উঠেছে, তাদের সংস্পর্শ পরিহার করতে হবে । চোখ আক্তন্ত ব্যক্তির রুমার, কাপড়চোপড়, তোয়ালে ব্যবহার করা যাবে না অ

৫. কোনো কোনো ক্ষেত্রে ভাইরাসের আকান্তমনের পর ব্যাকটেরিয়ার সংক্তমণ ঘটে । এই জন্য দিনে তিন থেকে চারবার চোখের অ্যান্টিবায়োটিক ড্রপ ক্লোরামফেনিকল ব্যবহার করতে হবে । চোখে চুলকানি থাকলে অ্যান্টিহিস্টামিন সেবন করতে হবে । এ ক্ষেত্র অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।


Post a Comment

0 Comments