বিছমিল্লাহির রাহমানির রাহিম
বাসা ভাড়ার চুক্তিপত্র
তারিখ :
১ম পক্ষ :
হাজী মোঃ ছিদ্দেক আলী মো: ওসমান আলী গ্রাম: পূর্ব কলুমা (৩১২৮) থানা: বালাগ জেলা: সিলেট, বাংলাদেশ।
২য় পক্ষ:
নাম: মোঃ জাহিদ সারওয়ার আলম চৌধুরী
পো: সুটিপাড়া ( চৌধুরী পাড়া)
পিতা নাম: পিতা-মৃতঃ হায়দার আলী চৌধুরী
জেলা-নীলফামারী
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে বাসার রুম ভাড়ার চুক্তি পত্রের বর্ণনা আরম্ভ করিলাম। যেহেতু ১ম পক্ষ মালিক হাজী মো: ছিলেন আলী এর নিকট দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া নাম : প্রথম পক্ষের নিম্ন তফি বর্ণিত বাসার রুম মাসিক ভাড়া নেওয়ার প্রস্তাব করেন এবং শুনমুল্যে এই চুক্তিপত্রে লিখিত সকল শর্তাদিতে সম্মত হওয়ায় উভয় পক্ষের মধ্যে অন্য তারিখে ভাড়ার চুক্তিপত সম্পাদিত হইল। জনাব হাজী মো: ছিদেক আলী ১ম পক্ষ হিসাবে দ্বিতীয় পক্ষের সহিত ভাড়া সংক্রান্ত বিষয়ে রশিদ কর্তন ভাড়া আদায় ইত্যাদি। যাবতীয় আনুষাঙ্গিক কার্যাদি সম্পাদন করিবেন।
ভাড়ার শর্তাবলী:-
১) ৫০ বাসার ------ মাসিক এবং হইতে কার্যকর হইবে।
২) এই ভাড়ার মেয়াদ হইতে --- নছর চালু থাকিনে অর্থাৎ --তারিখ পর্যন্ত ভাড়ার মেয়াদ শেষ হইবে। মেয়াদান্তে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের নিকট শান্তিপূর্ণ ভাবে উক্ত বাসার রুমের দখল বুঝাইয়া দিতে বাধ্য থাকিবেন।
৩) প্রথম পক্ষ চুক্তিকালিন সময়ে দ্বিতীয় পক্ষের নিকট হইতে জামানত বাবদ অগ্রিম। করিয়া দ্বিতীয় পক্ষকে বাসাটির রুম বুঝাইয়া দিলাম । (--) টাকা গ্রহন
৪) প্রকাশ থাকে যে দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া মেয়াদান্তে বাসা ছাড়িতে মনস্থ করিলে তাহার জামানতের ( প্রাপ্তি রশিদের ( দ্বিতীয় পক্ষ তাহার প্রদানকৃত টাকা বুঝিয়া পাইছেন মর্মে ) মাধ্যমে প্রথম পক্ষ ফের দিতে বাধ্য থাকিবেন। অগ্রিম প্রদানকৃত টাকা হইতে ভাড়া বাবদ কোন টাকা কর্তন হইবে না।
৫) উল্লেখিত ভাড়া দ্বিতীয় পক্ষ প্রতি মাসের ৫ (পাচ) তারিখের মধ্যে প্রথম পক্ষের নিকট প্রদান করিতে বাধ্য থাকিবেন ।
৬) এই চুক্তির মেয়াদ শেষ হইবার দুইমাস পূর্বে যাবতীয় হিসাব নিকাশ দেনা-পাওনা এবং ঘাড়ার চুক্তি সংক্রান্ত যাবতীয় বিষয়বলী উভয় পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে ভাড়ার চুক্তি নবায়ন করিতে পারিবেন ।