ভাবসম্প্রসারণ:- রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

 রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

মূলভাব : সুখ ও দুঃখ মানবজীবনে পালা করে আসে। রাতের গভীরতা যেমন প্রভাতের বার্তাবাহী, তেমনি গভীর ও দীর্ঘ দুখেও ভবিষ্যৎ সুখের বার্তা নিয়ে আসে মানুষের জীবনে। 



সম্প্রসারিত ভাব : মানুষকে নিরন্তর সংগ্রাম করতে হয় জীবনে। অস্তিত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েই তাকে এ সংগ্রামে লিপ্ত হতে হয়। জীবন চলার পথে মানুষের জীবনে আসে পদে পদে বাধা। এ বাধাবিঘ্নকে অতিক্রম করে মানুষকে পথ চলতে হয়। দুঃখ মানবজীবনের এক অনিবার্য নিয়তি। দুঃখকে জয় করেই মানবজীবনের অভিযাত্রা। দুঃখ ও সুখ মানুষের জীবনে পালা করে আসে। একই ধারায় জীবন প্রবাহিত হবে এমনটি প্রত্যাশা করা কোনোভাবেই ঠিক নয়। জীবনপথের সকল কাঁটা নিজ হাতে উপড়ে ফেলে সাফল্যের দিকে, অগ্রগতির দিকে মানুষকে এগিয়ে যেতে হয়। জীবন কুসুমাস্তীর্ণ নয়। তবে একথাও সত্য যে, রাতের পর যেমন আসে উজ্জ্বল সোনালি প্রভাত তেমনি দুঃখের পরও আসে সুখ। কারও জীবনই শুধু দুঃখ দিয়ে গড়া নয়। আবার কারও জীবনেই নিরন্তর সুখ থাকে না। 



আরও পড়ুনঃ মোটা হওয়ার ঔষধের নাম :- সাহিত্য মহল


সুখ ও দুঃখের পালাবদল ঘটে। প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাওয়ার সাহস যার নেই, জীবনযুদ্ধে সে পরাজিত হয়। প্রতিকূল পরিস্থিতিতে যোগ্যতা, সহিষ্ণুতা, ধৈর্য ও মনোবল দিয়ে পরিস্থিতির মোকাবেলা করাই শ্রেয়। কোনোভাবেই হতোদ্যম হলে চলে না। জীবনের জন্যে চাই গভীর উজ্জীবন। উজ্জীবিত মানুষই জীবনে সফল হতে পারে। রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে'- এ সত্যটি মনে রেখে মানুষকে প্রয়োজনে দুঃখের নদীতে ঝাঁপ দিতে হয়। দুঃখকে জয় করেই সুখকে লাভ করতে হয়। বিপদে দিশেহারা হলে চলে না। ঠাণ্ডা মাথায় বিপদকে মোকাবেলা করে নিজের জন্যে অনুকূল পরিবেশ তৈরি করতে হয়। বিশ্বাস রাখতে হয়। যে, দুঃখের তিমির রাত্রি পেরিয়ে সুখ ও আনন্দময় উজ্জ্বল দিন একদিন আসবেই।


মন্তব্য : সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন। দুঃখকে জয় করেই সুখ লাভ সম্ভব হয়। তাই জীবনে দুঃখ-কষ্ট নেমে আসলে হতাশ না হয়ে, ধৈর্য ধারণ করতে হবে এবং সুখের জন্যে অপেক্ষা করতে হবে।

Post a Comment

0 Comments