বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করা

উৎপাদন বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। একে আংশিক মুদ্রার্থী হন। ৫। (খ) কোন দেশের প্রবর্ণ । রচিক কথা নীতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে বিভি হয়া দ্রোনীতি রোধের জন্য সরকার নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও দেশে মুদ্রাস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। এর উৎপাদন, কর্মসংস্থান, আত্মবণ্টন, মূল্যস্তর, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মুদ্রাস্ফীতির প্রভাব পরিলক্ষিত হয়




বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করা হলো ।

১। উৎপাদনের উপর প্রকার (Effects on Production), ২। কর্মসংস্থানের উপর প্রভাব (Effects on employment),

৩। আয় ও সম্পদের বণ্টনের উপর প্রভাব (Effects of Income and Resources allocation).

৪। মূলারের উপর প্রভাব (Effects on Price level). বাণিজ্যের উপর প্রভাব (Effects on International Trade).

৬। অর্থের চাহিদার উপর প্রভাব (Effects on Demand for Money),

৭। সায়ের উপর প্রভাব (Efficts on Savings). ১। উৎপাদনের উপর প্রভাব বাংলাদেশের মুদ্রাস্ফীতি উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করে। যেমন:



(ক) কৃষি বাংলাদেশে মুদ্রাস্ফীতির ফলে কৃষি উপকরণের মূল্য যতখানি বৃদ্ধি পায় তার তুলনায় কৃষি পণ্যের মূল্য অনেক বেশি

বৃদ্ধি পায়। ফলে দেশে কৃষি উৎপাদনের উপর অনুকূল প্রভাব সৃষ্টি হয়। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও ভূমিহীন কৃষক অপেক্ষা

কৃষকরাই অধিক সুফল ভোগ করে থাকে।

(খ) শিল্প ও বাংলাদেশে মুদ্রানীতির ফলে শিল্প উৎপাদনে ব্যবহৃত উপকরণ নাম অপেক্ষা শিল্পে উৎপাদিত দ্রব্যাদির নাম অনেক বৃদ্ধি পায়। এর ফলে দেশের ধনী শিল্পপতিরা মুনাফা বৃদ্ধির মাধ্যমে আরও লাভবান হয়। (গ) সেবা বর্তমানে মুদ্রাস্ফীতির ফলে বিভিন্ন পেশাজীবী লোকদের উৎপাদিত সেবাকর্মের মূল্য বৃদ্ধি পাওয়ায় তাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে। ফলে তারা বেশি করে সেবা প্রদানে আগ্রহী হয়েছে।



২। কর্মসংস্থানের উপর প্রভাব: ব্যবসায়ীরা যে মূল্যে উপকরণ রুনা করে মুদ্রাস্ফীতির কারণে তুলনামূলকভাবে অনেক বেশি মূল্যে। উৎপন্ন প্রবা বাজারজাত করতে পারে। ফলে মুনাফা বেশি হয়। ব্যবসা রমরমা হয়। Philips curve অনুযায়ী দেখানো যায়।





যে, মুদ্রাস্ফীতির হার বাড়লে বেকারত্বের হার কমে। অর্থাৎ কর্মসংস্থান বাড়ে। তবে দেশে রাজনৈতিক অস্থি দুর্বল প্রশাসন ও সুস্থ পরিকল্পনার অভাব ইত্যাদি কারণে যে পরিমাণ শিল্প কারখান বৃদ্ধি পাওয়ার কথা ছিল তা হয়নি। ফলে




কর্মসংস্থানের আশানুরূপ বৃদ্ধি ঘটেনি। ৩। আয় ও সম্পদের বণ্টনের উপর প্রভাব: মুদ্রাস্ফীতির ফলে আয় ও সম্পদের বণ্টনের ব্যাপক পরিবর্তন ঘটে থাকে, যা নিয়ে উল্লেখ করা হল



(ক) সীমিত আয়ের লোক মুদ্রাস্ফীতির ফলে সীমিত আয়ের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ দামস্তর বলে একই পরিমাণ মজুরি দ্বারা তারা পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী রুনা করতে বাধ্য হয়।

 
(খ) শ্রমিক শ্রেণী ও দামস্তর বৃদ্ধির ফলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়। কারণ দ্রব্য সামগ্রীর দাম বাড়লেও তাদের মজুরী আনুপাতিক হারে বৃদ্ধি পায় না।

(গ) কৃষিজীবী ও দামস্তর বৃদ্ধির ফলে কৃষিজীবী সম্প্রদায় লাভবান হয়। কারণ উৎপাদন ব্যয় মোটামোটিভাবে অপরিবর্তিত থাকলে যদি কৃষিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধিপায়, তখন তারা লাভবান হয়। 


(ঘ) উৎপাদনকারী ও ব্যবসায়ী : দামস্তর বৃদ্ধির ফলে উৎপাদনকারী ও ব্যবসায়ীগণ লাভবান হয়। কারণ দামস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন খরচ বৃদ্ধি পায় না। ফলে উৎপাদনকারী ও ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হয়।

Post a Comment

0 Comments