পোস্টার ডিজাইনের এর ধারণা: আমরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পোস্টার ডিজাইনের ব্যানার কিভাবে তৈরি করব তার সঠিক কৌশল আমরা আজকে জানব। পিলপিটি আপনারা ডাউনলোড করতে হলে আমাদের পেইজের মাধমে তুলে ধরব তাই আপনারা এই পোস্টের সকল বিষয় সম্পূর্ণভাবে পড়তে হবে।
15 August poster design plp file Download 2022
পিলপিটি ডাউনলোড করার জন্য ৬ অক্ষরের একটি পাসওয়ার্ড খুবই জরুরি শোক দিবসের পোস্টার ডিজাইনের ব্যানার তৈরি করার জন্য আপনাদের মাঝে সঠিক তথ্য নিয়ে এসেছি। পিলপিটি ফাইলের মাঝে ৬ অক্ষরের পাসওয়ার্ড সিলেক্ট করে ঐটা এখানে বসিয়ে দিলে লেখা শেষ হলে সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে এই লিংকটা চলে আসবে।
১৫ আগষ্ট ব্যানার ডিজাইন
আপনারা সাধারণত লিংকে ক্লিক করলে শুধু ১ এ ক্লিক করবেন করার পরে উপরে দেখতে পেয়েছেন ডাউনলোড আইকন এই আইকনটিতে আপনারা ক্লিক করবেন করার পরে আপনারা শুধু আবারও ১ এ ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা প্লেস্টোর থেকে পিক্সেল এপপ্স ইনস্টল করে নিবেন ইনস্টল করার করার ওপেন অপশনটি আপনাদের সামনে সু করবে সেখানে ক্লিক করে পিক্সেল এপপ্স ওপেন করে নিবেন।
এখানে দেখতে পারছেন আমরা যখন পিক্সেল এপপ্স অপারেন করার সাথে সাথে গ্যালিতে চলে যাওয়ার পর যেহেতো আমরা ১৫ আগস্ট নিয়ে ব্যানার তৈরি করব সেহেতু আমরা শেখ হাসিনা এবং তার পুরো পরিবারের ছবি ডাউনলোড করে নিবেন। এবার আমি তিনটি ছবি একসাথে নিয়ে আসার পর আমাদের যেই কাজটি করতে হবে অর্থাৎ পোস্টার ডিজাইনের জন্য তিনটি ছবি এক সাথে আমাদের পছন্দমতো ক্রপ করে নিবো।
pixellab poster design
সর্বপ্রথম যেটা করব পরিবারের ছবি পিক্সেল এপপ্সের সামনে নিয়ে আসব আসার পর সুন্দরভাবে ইডিটিং করে কাজ করব যাতে সবাই দেখে অবাক হয়ে যায়। এখন আমরা এখান থেকে কেটে দেবো কেটে দেওয়ার পর শেখ হাসিনার ছবি ছবিটা নিয়ে আসব তারপর একেকটা ছবি একেক জায়গায় আমাদের পছন্দ অনুযায়ী ব্যানার কাজের কিছু অংশ শেষ করব।
বঙ্গবন্ধু ছবিটা কিন্তু আমাদের পিক্সেল এপপ্সের মাধ্যমে পোস্টার ডিজাইনের ব্যানার তৈরি করার জন্য তাদের ছবি সিলেক্ট করে নিতে পারেন। তারপর লেয়ার অপশনে গিয়ে ইডিটিং এর কাজ করব যেমন গ্যালারি অপশন থেকে আপনি যখন বঙ্গবন্ধু ছবি পিক্সেল এপপ্সে নিয়ে আসবেন একটি ব্যানার কিভাবে আমরা তৈরি করতে পারি আমাদের মূল কাজের অংশ হচ্ছে পিক্সেল এপপ্স।
আরও পড়ুনঃ ইউটিউবে কিভাবে থাম্বনেইল তৈরি করবেন - সাহিত্য মহল
শোক দিবসের ব্যানার তৈরি করবেনঃ ১৫ আগস্টের পোস্টার ডিজাইন আপনাদের নিজে ছবি দিয়ে ফ্রন্ট ডাউনলোড করে ফ্রন্ট লিখে আপনি আপনার এন্ড্রোইড ফোন দিয়ে কাজ করতে পারবেন। আপনারা হয়ত মনে করছেন ব্যানার তৈরি কাজটি হয়ত খুব কষ্ট আসলে কিন্তু তা না আপনারা যদি মনোযোগ দিয়া একটি পোস্ট পড়েন এবং ইউটুবে গিয়ে ১৫ আগস্টের পোস্টের ডিজাইনের মাধ্যম দেখে আসতে পারেন এতে করে আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন হবে।
পিক্সেল এপপ্স এর ইমেজ সাইজ সিলেক্ট করে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু ছবি বসাতে পারবেন তারপর ভালো উন্নত মানের টেক্সট ব্যবহার করে পোস্টের ডিজাইন ব্যানার তৈরি করে নিতে পারবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার যদি টেক্সট এর নমুনা স্টাইলিশ করতে চান তাহলে পিক্সেল এপপ্স ফ্রন্ট আসে সেখান থেকে টেক্সট সাঁজাতে পারেন।
তারপর এগোলো দিয়ে যদি কাজ না হয় চাইলে গুগলে গিয়ে বাংলা ফ্রন্ট আরও বিভিন্ন ধরণের ফ্রন্ট ডাউনলোড করে নিতে পারেন। এতে আপনার পোস্টার ডিজাইনের ব্যানার এর সুন্দর্য বৃদ্ধি পাবে এবং টেক্সট এর কালার যদি চেঞ্জ করতে চান তাহলে পিক্সেল এপপ্স এর মাধ্যমে পরিবর্তন করে নিতে পারেন। ছবির ব্যাকগ্রাউন্ড এর কালার আপনাদের পছন্দের কালার সেখানে ব্যবহার করতে পারেন এতে করে একটি সুন্দর ১৫ আগস্ট এর পোস্টার ডিজাইনের ব্যানার হিসেবে পরিপূর্ণ হবে।