নগদ একাউন্ট করার সহজ পদ্ধতি ব্যবহার করে আমর নদদ একাউন্ট করতে পারি। নদগ একাউন্ট খোলার জন্য আমাদের তেমন কোনো কষ্ট করতে হয় না। *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার সহজ নিয়ম ও নগদ অ্যাপে একাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে বিস্তারিত এই পোষ্টে আমরা তুলে ধরার জন্য অনেক চেষ্টা করেছি। তাই আপনি যদি নগদ একাউন্ট খুলতে চান তাহলে আপনার মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার সহজ নিয়ম নিয়ে সকল বিস্তরিত তথ্য জেনে রাখুন। নগদ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ভিত্তিক একটি মোবাইল ব্যাংকিং কার্যক্রম সার্ভিস।
নগদ একাউন্ট খুলুন ঘরে বসে *১৬৭# ডায়ল করে নগদ একাউন্ট সহজে খুলতে পারবেন।
*১৬৭# ডায়াল করে কীভাবে নগদ একাউন্ট খোলা যায় আপনাদের মাঝে আমরা ছবির সাহায্য কয়টি ধাপে দেখানো হলোঃ
১. আপনি আপনার মোবাইল এ ডায়াল করুন *১৬৭# এই কোডটি ব্যবহার করুন।
২.নগদ একাউন্ট এ ডায়াল করে প্রথমে আপনি আপনার একাউন্ট এ ৪ নম্বর বাটন এ ক্লিক করুন৷
৩. তারপর আপনার নগদ একাউন্ট এ পিন লিখে সেটআপ করুন।
৪. আবার পুনরায় আপনি যে পিন নম্বর টি দিয়েছেন তা আবার দিয়ে নিশ্চিত করুন এবং একাউন্ট তৈরি করুন।
৫. যে সময় দেখবেন আপনার সমস্ত কাজগুলো সঠিক নিয়মে ব্যবহার করার পর যখন একাউন্ট দেখতে পারবেন তখন বুঝে নিবেন আপনার একাউন্ট ঠিক হয়ে গেছে।
৬. নগদে ক্যাশ আউট করার জন্য আমাদের সঠিকভাবে নগদ একাউন্ট গিয়ে যে অপশন আছে আমাদের নম্বর ডায়াল করে আপনাদের পছন্দের ব্যক্তির কাছে নগদ থেকে টাকা পাঠাতে পারবেন।
৭.নগদ একাউন্ট এ টাকা জমা রাখতে পারবেন। এবং বাড়তি সুবিধা পেয়ে যাবেন।
৮. নগদ একাউন্ট এ টাকা থাকলে আপনি মোবাইল রির্চাজ করতে পারবেন। মোবাইল রির্চাজ অপশনে ক্লিক করুন।
৯. যেকোনো জায়গায় গিয়ে শপিং করতে গেলে আপনি নগদ থেকে সেন্ড মানি করে টাকা পাঠাতে পারবেন। সেন্ড মানি অপশনে আপনাকে ক্লিক করুন।
১০. বিদ্যুৎ বিল ঘরে বসে নগদ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। নগদ একাউন্ট এ ধোকার পর আপনাকে বিদ্যুৎ বিল এ অপশনে ক্লিক করে বিদ্যুৎ বিল ঘরে বসে দিতে পারবেন।
১১. নগদ একাউন্ট খোলার সহজ নিয়মঃ এছাড়া আপনি যদি নগদ একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে নগদ হেল্প লাইনে ফোন করে নগদ একাউন্ট সহজে খুলতে পারবেন। আর নাম, ঠিকানা আপনার আইডি কার্ডের নম্বর দিয়ে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন। তারপর যারা নগদ একাউন্ট খুলতে পারেন না তারা ইউটিউব এ সার্চ করে ভিডিও দেখে সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন। আশা করছি আপনাদের কিছুটা হলেও বুঝাতে পেরেছি। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।