রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট চার্জ করার নিয়ম 2022

রকেট একাউন্ট থেকে বেশ কয়েকটি পদ্ধতিতে ক্যাশ আউট বা টাকা উত্তোলন করা যায় তবে রকেট ব্যবহারকারীরা জানেন যে রকেট ক্যাশ আউট চার্জ দ্য টাকা উত্তোলন সবথেকে কম চার্জ আপনি যদি এটিএম বুথ এর মাধ্যমে টাকা উত্তোলন করেন তাহলে আপনাকে এক হাজার টাকার জন্য খরচ দিতে হবে মাত্র ৯ টাকা। বাংলাদেশের সকল মোবাইল অপারেটর থেকে রকেট এর ক্যাশ আউট চার্জ কম।


এখন আমরা আপনাদের সামনে রকেট থেকে ক্যাশ আউট বা টাকা উত্তোলনের কয়েকটি পদ্ধতি বিস্তরিতভাবে আলোচনা করতে যাচ্ছি। এবং আশা করি আমাদের পুরো পোস্ট আপনারা পড়লে আজকের পর থেকে অবশ্যই রকেট থেকে ক্যাশ আউট কীভাবে করতে হয় বা টাকা কীভাবে তুলতে হয় সেটি জেনে যাবেন। দেশব্যাপী নানা সুযোগ সুবিধা দিয়ে ডাচ বাংলা ব্যাংক নতুনভাবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে আর আমরা আমাদের মূল আলোচনার বিষয়টি নিয়ে বিস্তরিত আলোচনা করার চেষ্টা করব। আমরা যারা মোবাইল ব্যাংকিং ব্যবস্থাতে অভ্যস্ত তারা জানি মোবাইল ব্যাংকিং কতটা গুরুত্বপূর্ণ মাধ্যম টাকা পাঠানোর। 




এক জায়গা হতে দেশের যেকোন প্রান্তে নিমিষেই টাকা পাঠানোর সঠিক মাধ্যম হলো মোবাইল ব্যাংকিং কার্যক্রম। এবং রকেট একাউন্ট খুলতে যাচ্ছেন তারা অনেকেই রকেট একাউন্ট খোলার পূর্বে রকেট সম্পর্কে তথ্য নিতে চান তাদের জন্য এই পোস্টটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট হতে পারে। রকেট বাংলাদেশের অন্যতম মোবাইল ব্যাংকিং ব্যবস্থার একটি আপনারা অনেকেই অবগত আছেন যে রকেট ডাচ বাংলা ব্যাংকের পরিচালিত একটি অংশ। আপনারা যারা রকেট একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম জানতে আগ্রহী তাদের জন্য এই অনুচ্ছেদটি অনেক উপযোগী একটি অনুচ্ছেদ। 



প্রক্রিয়াটি শেষ হলে আপনার রকেট একাউন্ট হতে এজেন্টের রকেট একাউন্টে পরিমাণ টাকা চলে যাবে এবং দুজনই একসঙ্গে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন এই হল রকেট একাউন্ট থেকে এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন এর পদ্ধতি । আপনি কি পরিমাণ টাকা ক্যাশ আউট করতে চাচ্ছন তা সেখানে উল্লেখ করুন। আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর হতে নেক্সাস পে অ্যাপ ইন্সটল এবং ডাউনলোড করে নিতে হবে। এটার জন্য অবশ্যই আপনাকে একটি মোবাইল ফোন ব্যবহার করতে হবে। 


রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করার খরচঃ রকেট একাউন্ট থেকে এটিএম বুথ থেকে ৫০০ টাকার কম ক্যাশ আউট করতে পারবেন না। সব সময় ৫০০ এর গুণিতক পরিমাণ টাকা উঠাতে হবে। রকেট থেকে এটিএম বুথ দিয়ে ১০০০ টাকা ক্যাশ আউট করার জন্য ১০০৯ টাকা থাকতে হবে, যা নগদ এবং বিকাশ ক্যাশ আউট চার্জের চেয়ে বেশ কম। 

Also Read: নগদ একাউন্টের সুবিধা অসুবিধা - ২০২২

রকেট পার্সোনাল একাউন্ট থেকে ক্যাশ আউট করার খরচঃ ডাচ বাংলা ব্যাংক এর এটিএম অথবা এ রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ক্যাশ আউট খরচ হবে মাত্র ৯ টাকা। রকেট গ্রাহক হিসেবে আপনি বাংলাদেশের সকল ডাচ বাংলা ব্যাংক এর এটিএম বুথ এ রকেট থেকে কম খরচে ক্যাশ আউট করতে পারবেন। 


আপনার রকেট স্যালারি একাউন্ট না থাকলেও রকেট এটিএম বুথের সুবিধা নিতে পারবেন। আশা করছি, রকেট ক্যাশ আউট চার্জ নিয়ে আপনি পূর্ণ ধারণা পেয়েছেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সবথেকে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা রকেটেই পাওয়া যাচ্ছে।

Post a Comment

0 Comments