বিজ্ঞানের শিক্ষক ক্লাসে পরিমাপ সম্পর্কে পড়াতে গিয়ে একজন ছাত্রের নিকট পদ্মা সেতুর দৈর্ঘ্য জানতে চাইলেন। সে জবাব দিলো ৬.১৫ কিলোমিটার। এরপর তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দিলেন এবং সেতুর দৈর্ঘ কেন আন্তর্জাতিক এককে মাপা হয়, তাও ব্যাখ্যা করলেন।
ক. পরিমাপ বলতে কী বোঝ?
উত্তরঃ যেসব রাশি পরিমাপ করার ক্ষেত্রে দুই বা ততোধিক এককের কোন কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ৷
খ. একটি কাঠের টুকরার দৈর্ঘ্য ২.৫ মিটার— বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তরঃ পরিমাপের জন্য একটা দৈর্ঘ্য তার কাছে মাপার জন্য একটি ফিতার প্রয়োজন হয়। তার কাছে আমরা সকলেই দৈনন্দিন জীবনের জানা অজানা তথ্য বা নানা ঘটনাতে অনেক সময়ই আন্দাজ করে পরিমাপ করে থাকি। কিন্তু অনেক কিছুই আছেই যা সমাধান করে করা হয় তাহলে মারাত্মক সমস্যার সৃষ্টি করে।
গ. উদ্দীপকে যে পদ্ধতির কথা বলা হয়েছে তার এককগুলোর একট ছক তৈরি করো।
উত্তরঃ উদ্দীপকের শিক্ষকের পড়ানো বিষয়টি দ্বারা বোঝানো হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ এর সাহায্য দ্বারা কথাটা অনুসরণ করতে হবে। কারণ আমাদের দেশে যেসব পদ্ধতির সাহায্য কাজ করা হয় তেমন কোনো পরিমাপের দৈর্ঘ্য এর প্রতিটি কাজে পরিমাপ খুবই প্রয়োজন। আবার সময়মতো বিভিন্ন পর্যায়ে সঠিক পরিমাপ ব্যতীত আলোচনা করতে হবে। প্রকৃতির কোনো পাকৃতিক ঘটনা কেউ মনগড়া তথ্য দেয় তা বিজ্ঞান হবে না। কারণ বিজ্ঞানের যুগে পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা এর থেকে পাওয়া তথ্য দ্বারা সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণি কয় জোড়া টেবিল রাখা যায় তা বলা মুশকিল। রান্নার সময় বিভিন্ন মসলা পরিমাণমতো ব্যবহার করতে পরিমাপ করা জরুরি।
ঘ. আমাদের দৈনন্দিন জীবনের শিক্ষকের পড়ানো বিষয়টি প্রয়োজনীয়তা কতটুকু বিশ্লেষণ করো।
উত্তরঃ দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য প্রয়োজন৷ এজন্য বিভিন্ন রাশির নানারকম একক প্রচলিত আছে। যেমন— দৈর্ঘ্যের একক গজ ফুট চালু থাকলে বৈমানিক তথ্যের আদান প্রদান ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সমস্যা হয়। এরপর পাথরটি পানিপূর্ণ করতে হবে যেন পাথরটি পানির উচ্চতা মেপে নিতে হবে। পরিমাপকে প্রকাশ করার জন্য সংখ্যা ও একক দুটোই প্রয়োজন। শুধু সংখ্যা বা শুধু একক, পরিমাপের কোনো অর্থ বহন করে না তথ্যের আদান প্রদান করার জন্য মালামালের রপ্তানির আমদানি নির্ধারণে সমস্যার পড়তে হবে। এই প্রক্রিয়ার আকৃতি বাড়ির সীমানায় মধ্যে কয়টি ঘর তৈরি করা যায়। আর আমাদের এছাড়া যেসব রাশি পরিমাপ করার জন্য দুই বা ততোধিক এককের সমন্বয়ে দরকার হয়, সে সব রাশির একককে যৌগিক একক বলা হয়। আয়তনের একক একটি যৌগিক একক। কারণ এর একক হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল।