০৩.১২.২০২১
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসমানীনগর থানা
সিলেট।
বিষয়ঃ ছিনতাইকারী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য প্রতিকারের আবেদন।
জনাব,
আমরা আপনার থানার আওতাভুক্ত দয়ামীর এলাকার অধিবাসী। এ এলাকায় সম্পত্তি ছিনতাইকারী ও চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে আমাদের এলাকায় ছিনতাইকারী আসে রাত গভীর হলে তারা আমাদের এলাকায় আক্রমন করে। অনেকের মহামূল্যবান সম্পদ লুটপাট করে নিয়ে যায়। দিন দুপুরে রাস্তাঘাটে এলাকায় আসা- যাওয়ার পথে অনেক মহিলার অলংকার ও হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আগেকার দিনে লোডশেডিং না থাকায় ছিনতাই ছিল এটা মেনে নেওয়া সম্ভব কারণ সে যুগে কোনো লোডশেডিং না থাকায় ছিনতাইকারী দিন দুপুরে রাস্তাঘাটে মহিলা এবং মেয়েদের অলংকার ছিনতাই করে নিয়ে যেত। তার পাশাপাশি বিভিন্ন দোকান ও বাসায় নিয়মিত চাঁদাবাজদের আসা যাওয়া হত, চাঁদা না দিলে দোকানদারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি বাসার লোকজনদেরকেও নিয়মিত হুমকি দিত চাঁদাবাজরা। এর ফলে আমরা ভীষণভাবে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নিন। অবিলম্বে এলাকার পুলিশ টইল ও প্রহরা বৃদ্ধি করে এবং চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে দুরবেক্ষিত হাত থেকে আমাদের রক্ষা করুন।
এলাকাবাসীর পক্ষে
ফাহিম আহমদ
দয়ামীর, সিলেট