সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই : অনুবাদ

সড়ক দুর্ঘটনার   প্রতিকার চাই :

‘একটা দুর্ঘটনা- সারা জীবনের কান্না ’– এ স্লোগানটি নির্মম বাসতবতানির্ভর। আজকাল আমাদের দেশে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িঁয়েছে।প্রায় পাঁচ লাখ লোকের যাতায়াতের একমাত্র সড়কটি গত বছর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।



প্রতিদিন টিভির  পর্দায় পত্র পত্রিকা দেখা যায় সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়।এতে কত মূল্যবান প্রাণ অকালে ঝরে পড়েছে, কত পরিবার পথে বসেছে,সেই অশ্রুসজল করুণ মুখের হিসাব কেউ রাখে না। ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এ সড়কে। কয়েকদিন আগে দুধমুখা পুল ও মুন্সিবাড়ির দরজায় দুটি  গাড়ি দুর্ঘটনায়- কবলিত হয়ে পাঁচজন লোক মারা গেছে এবং আহত হয়েছে শতাধিক। আসন্ন বর্ষার আগে এই গুরুত্বপূর্ণ সড়কটি যদি সংস্কার না করা হয়,  




তবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।আমাদের দেশে সাধারণত সড়ক দুর্ঘটনাগুলো কয়েকটি কারণে হয়ে থাকে: 

ক. ত্রুটিযুক্ত গাড়ি; 

খ. অনভিজ্ঞ বা নেশাখোর ড্রাইবার; 

গ. ধারণ ক্ষমতার অধিক মাল বা যাত্রী বহন; 

ঘ. ওভারটেকিং বা চালকদের দায়িত্বহীনতা; 

ঙ. ট্রাফিক আইন  না মানায় মানসিকতা ইত্যাদি। 


আশা করি, উপযুক্ত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সুপারিশমালা বাস্তবায়ন করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে। 



নিবেদক_

এলাকাবাসীর পক্ষে, 

মো: আবুল হোসেন 

দিনাজপুর।

Post a Comment

0 Comments