নিরীহ বাঙালি দ্বারা কি বোঝানো হয়েছে তা আলোচনা করা হলো || এস.এস.সি
উত্তর : আমরা দুর্বল নিরীহ বাঙালি। এই বাঙালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ হয়। খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয়। তাই বাঙালির গুণের কথা লিখিতে হইলে অনন্ত মসী, কাগজ ও লেখকের আবশ্যক। তবে সংক্ষেপে দুটি চারিটা গুণের বর্ণনা করি।
আমরা সকলেই কবি- আমাদের কাব্য বীররস অপেক্ষা করুণরস বেশি। নিরিহ বাঙালি আমাদের কবিতার স্রোতে বিনা কারণে অশ্রুপ্রবাহ বেশি বহিয়া থাকে। রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ করা। আমাদের অন্যতম ব্যবসায় পাস বিক্রয়। নিরিহ বাঙালি আমাদের জন্য অতন্ত্য আনন্দের একটি দিন হলেও এর সাথে জড়িয়ে আছে ৭১- এর মহান শহীদদের স্মৃতি, হারানোর আর্তনাদ আর যুদ্ধাহত ও ঘরহারা মানুষের দীর্ঘশ্বাস।
এ দিনটি শুধু আমাদের বিজয়ের দিন নয়, এটি আমাদের চেতনার জাগরণের দিন। তাই নিরিহ বাঙালি এই দিনে প্রতিটি বাঙালি নতুন করপ প্রতিজ্ঞাবদ্ধ হয় দেশকে গড়তে— বিশ্বসভায় সামনের সারিতে মাথা উঁচু করে দাঁড়াতে। আমরা অনুপ্রাণিত হই আমাদের দেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে। নিরিহ বাঙালি উদ্বুদ্ধ হই অঅগ্রগতির পথযাত্রায় এগিয়ে যেতে।