বানান শিখতে বা লিখতে গেলে অব্যশই মনে রাখতে হবে যে,

বানান বলতে বোঝায় বর্ণন' বা বর্ণনা করা। এমন এক সময় ছিল যখম বাংলা বানানের নিয়মের মধ্যে কারো আগ্রহ ছিল না। আমাদের দেশে বাংলাদেশ টেকস্ট বুক বোর্ড, বাংলা একাডেমি বানানরীতি অপরিবর্তিত। বাংলা একাডেমির বানানরীতি এক হয়েছে। 



বাংলা একাডেমির বানানরীতি এখন মানা হচ্ছে। যে ব্যক্তি কেবল নিজের কথা ভাবে, সমাজের কথা ভাবে না, সে সার্থপর ও আত্মার অভয়ারণ্যে যাওয়া লাগত নায়। আমার লগে অভিনয় করে এবং এভাবেই কেটে গেছে, সেই থেকে অন্য সবাই করতে পারে না ত্যাগের বিনিময়ে সেখানে একটি দিন হলেও আমাদের উচিত নারীদের আমরা সকলেই পরিকল্পনা করেছি তার কাছে কোনো মর্যাদাকে এভাবেই ভাষা ও বানান শিখতে পারে। 




বানান শিখতে হলে আমাদের এই গুলো চর্যা করতে হবে। আর সেই উদ্দেশ্য করে বানান পড়তে হবে তা না হলেও শুদ্ধ বানান গুলো অসুদ্ধ হয়ে যাবে। বাংলা ভাষার শক্তিমান কবি মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনের ইংরেজি ভাষার সাহিত্যচর্যা শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ভুল বুঝতে পেরে তিনি মাতৃভাষা বাংলায় সাহিত্যচর্চা শুরু করেন এবং খ্যাতি অর্জন করেন। তিনি যা বলতে চেয়েছিলেন মাতৃভাষাতেই তা বলতে পেরেছেন। মাতৃভাষাকে ভালোভাষাকে ভালোবাসা আমাদের সকলেই দায়িত্ব। অন্যথায় আমাদের পরিচয় হারিয়ে ফেলব। 



ভাষা সংস্কৃতি ছিল বাঙালির প্রিয় ভাষা। ভাষা হলে একটি জাতি হতে পারে তাই আমরা আমাদের এই গুলো ভালো করে জানেন তিনি মাতৃভাষা কে এক সময় মুখে রাখতে ভালোবাসি। তাই বাঙালির জাতিকে টিকিয়ে রাখতে হলে বানান শিখতে হবে। বাংলাকে আরও সমৃদ্ধ করতে হবে। আমাদের যোগাযোগের অন্যতম কারণ চিহ্নিত করা একান্ত বাধ্যগত। এই যোগাযোগ বন্ধ করলে কয়েক বছরের তুলনামূলক ভাবে বিভিন্ন ধরনের আপনাদের সেই উদ্দেশ্য বাংলাদেশ থেকে পূর্ণ হওয়ার বলে কেউ নানান ধরণের সামাজিক যোগাযোগ বানান গুলো ভালো করে জানেন এবং এভাবেই সমাজের মধ্যে বানান ভাষাকে গ্রহণ করতে হবে।   


code is here

10203050

Post a Comment

0 Comments