কিভাবে শেয়ার ও ডিবেঞ্জার বিক্রয় করবেন

মুনাফার ক্ষেত্রে বিনিয়োগের আকার বাড়ানোর মানুষিকতা তৈরি করতে হবে: কোন কোম্পানির ডিভিডেন্ড এবং অন্যান্য প্রদানের ব্যাপারে আশাবাদ সৃষ্টি হলে ঐ আশাবাদ শেষ হবার আগেই শেয়ারকে বিক্রয় করে দিতে হবে। 


ভুল হলে ভুল স্বীকার করে নিতে হবে, কিন্ত অভিমানী হয়ে ভুলকে আরো গুরুত্বর হতে দেয়া ঠিক হবে না, কোম্পানির প্রতি অনুভূতি যাই হোক না কেন ঠান্ডা মাথায় ক্রয়/বিক্রয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে; যদি দেখা যায় যে, বর্তমান বাজার মূল্য বিনিয়োগকারী শেয়ার ক্রয় করবেন না তখন বুঝতে হবে এটাই বিক্রয়ের সময়। শেয়ারের বাজার মূল্য যদি ক্রয় মূল্যের তিনগুণ হয় তবে শেয়ারটি বিক্রয়ের জন্য প্রয়োজন আছে।মার্জার অথবা বাই আউট সম্মন্ধে কোন ঘোষণা বা তথ্য পাওয়া গেলে হঠাৎ অতিরিক্ত লোভ করবেন । 



প্রত্যেকটি শেয়ার থেকে বিনিয়োগ ফেরত প্রাপ্তির ক্ষেত্রে কম - বেশি ঝুঁকি জড়িত। বিনিয়োগ ফেরতের পরিমাণ বেশি হলে ঝুঁকির মাত্রা বৃদ্ধি পায়। তাই বিনিয়োগকারী যখন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে তখন সে দুটি বিষয় বিবেচনায় আনে। হোক না কেন সব সময় পোর্টফোলিও এর পরিবর্তন করা না হলে লাভের মাত্রা সর্বাধিক হবে না। শেয়ার প্রতি আয় বেশি হলে ভালো লভ্যাংশ প্রাপ্তির সম্ভাবনা থাকে। অন্যদিকে আয় কম হলে বা লোকসান হলে লভ্যাংশ নাও পাওয়া যেতে পারে। কোম্পানির কয়েক বছরের তুলনামূলক লাভ-ক্ষতির বিবরণী থেকে শেয়ার প্রতি আয়সমূহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 



লাভ- ক্ষতির টেকসই হবে কিনা, বিক্রয় পরিমাণ হ্রাস বৃদ্ধি প্রাপ্ত কিনা, ঋণ বা ঋণপত্র খরচের অবস্থা, কর রেয়াতি সময়মত পরবর্তী অবস্থা জানা। শেয়ার হোল্ডরদের কাছে উপস্থাপিত প্রতিবেদনে সাধারণত চারটি অংশ থাকে: ক) স্থিতিপত্র খ) লাভ-ক্ষতি হিসাব গ) পরিচালকমন্ডলীর বক্তব্য এবং ঘ) অডিটরের সনদপ। বিদেশে অবস্থানরত কোন বিনিয়োগকারী যদি প্রবাসী বিও হিসাব খুলতে চান তাহলে একাউন্ট চেক জমা করতে পারবেন। আইন অনুযায়ী এনআরবি বিও হিসাবধারী একজনকে Power Of Attorney প্রদান করতে পারবেন। 



প্রয়োজনে আপনার জমাকৃত অর্থ শেয়ারবাজারে লেনদেনের লাভসহ দেশের বাহিরে তথা বিদেশে যেখানে আপনি অবস্থান করছেন যেখানে পাওয়া সম্ভব। কর্মকর্তা নিয়োগের বাধ্যবাধকতা আরোপ করেছে। উল্লেখ্য সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন ( সম্পদ ভৌতিক সিকিউরিটি ইস্যু) বিধিমালা, ২০০৪ এর অধীনে কমিশন এ যাবত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ জেনারেল কোম্পানি ( বিজিআইসি) ও ইস্টার্ণ ব্যাংক লিঃ এর অনুকূলে নিবন্ধন সনদ ইস্যু করেছে।   

Post a Comment

0 Comments