ভাব-সম্প্রসারণ: ষড়রিপুর তাড়নাতে মানুষ মানুষ বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়। এদের মধ্যে সব চেয়ে ক্ষতিকর রিপু হলো লোভ। লোভ মানুষের উত্তম চরিত্র গঠনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই লোভ মানুষের পরম শত্রু। লোভে,মোহে আচ্ছন্ন হয়ে মানুষ হিতাহিত হারিয়ে ফেলে তখন সে যে কোন পাপ কাজ করতে কুণ্ঠাবোধ করে না।
আপনার ভোগের জন্য কোন কিছুকে অর্জন করার দুর্দমনীয় বাসনা বা ইচ্ছাকে লোভ বলে। মানুষের লোভের কোন পরিসমাপ্তি নেই। কোন লোভনীয় বস্তু হস্তগত হলে অন্য জিনিসের প্রতি আবার লোভ জন্মে।
কিন্তু সাধারণ নিয়মে মানুষের সকল বাসনা পূরণ হয় না। তাই অদম্য বাসনাকে চরিতার্থ করার জন্য মানুষ অসৎ উপায় অবলম্বন করে থাকে।মানুষ যে পাপ কাজে লিপ্ত হয় তা কেবল লোভেরই তাড়নায়। ফলে তাদের পরিণাম হয়ে ওঠে ভয়াবহ। ক্রমাগত লোভ থেকে বিরাট পাপ কাজ সংঘটিত হয় এবং পাপের পথ ধরেই আসে অস্বাভাবিক মৃত্যু। সুতরাং লোভকে সংবরণ করা একান্ত আবশ্যক।