গভর্ণিং বডির নির্বাচন সংক্রান্ত নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়। National University Update
গত ৩.৬.২০২১ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েব সাইটে গভর্নিং বডির নির্বাচন সংক্রান্ত এটকি নোটিশ প্রকাশ করা হয়। নোটিশটিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্ণিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ - এর ধারা ২৭ - অনুযায়ী গভর্ণিং বডির মেয়াদ শেষ হবার তিন (০৩) মাস পূর্বে বিভিন্ন ক্যাটাগোরি যেমন- শিক্ষক, অভিবাবক, প্রতিষ্ঠাতা, দাতা এবং হিতৈষী প্রতিনিধি নির্বাচনের নিমিত্তে গভর্ণিং বডির সভায় তিন (০৩) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হইবে উক্ত কমিশন হইবে নিম্নরূপ:
১. জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য।
২. গভর্ণিং বডি কর্তৃক মনোনীত এমন একজন শিক্ষক যিনি নির্বাচনে অংশগ্রহণ করিবেন না।
৩. অধ্যক্ষ যিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করিবেন।
গভর্ণিং বডি গঠনের লক্ষে উল্লেখিত বিধি মোতাবেক নির্বাচন কমিশন গঠন করে এতদ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় কমিটি গঠনের আবেদন বিবেচনা করা হবেনা।