অন্তিম শয়ন ~ সাদ আক্কাছ মিঞা। কবিতা - অন্তিম শয়ন
অন্তিম শয়নসাদ আক্কাছ মিঞা
জাগ্রত শাণিত জোচ্চুরি পাপের কুঠির হাণ
তাপিত স্বত্বা কুঠিল আত্না নরক গমন।
রঞ্জন রিপি কেলিত উপহাস লুণ্ঠন ভোগ শক্তি তাগুদ
মদন বাজার কুলিন্য বাস লাঠাই যার হাতে তিনি মাবুদ।
খসে পরাগ মুর্চা রেণু, রাগ বৃত্তবৃন্ত পথ রুদ্ধ
শুধু রাজপথ নয়;সকল অলিগলি উদ্ভ্রান্ত পথিক অবরুদ্ধ।
ভুলোক দুলোক ছাড়ি দীর্ঘশ্বাস যতই উড়ুক ধূলিকণা,
উত্তাপ কেতন যোগিত মনন বিলাস ক্রন্দন ভজনা।
স্মৃতির ভারে নুয়ে যাক সকল শোক
বয়ে আনুক হরিত সুখ যেথায় প্রাণেশ্বরীর মুখ।
আরাধ্য অতীত অভিলাষ তৃষিত আঁখিজল বর্ধন
বক্ষকোষ পুষিত পুজন সুজন্দা শান্তি আকিঞ্চন।
রতি কাঞ্চন ত্যাগ ভূম স্রষ্টা ধ্যান ভাবি জনম বাসর
গতর সর আলোক হর নিথর নীবর একাকী আসর।
মিটবে আশ প্রভুর সাজ জীবন মোড়া কারু
ভিক্ষুক ভব স্বভাবে সব নতশির ধ্যানে প্রভু।
হস্ত তুলি করুণা মাগি রাজাধিরাজ কোলন
মাটিতে সৃজত বসত,মাটিতেই অন্তিম শয়ন।
প্রশান্তির প্রলেপ দাও বিশ্ব আলেক পিপাসিত বক্ষে
মুদিলে নয়ন তুমিই আপন নির্জন আধাঁর কক্ষে।
শান্ত করে দাও বিশ্বচরাচর ওগো বিশ্বপতি অসীম
তোমাতে যাচি শান্তি-তোমাতেই নতশির মোত্তাকীন।
ধন্যবাদ সাহিত্য মহলকে
ReplyDelete