ভাবসম্প্রসারণ : চক চক করলেই সোনা হয় না।

ভাবসম্প্রসারণ : চক চক করলেই সোনা হয় না।



চক চক করলেই সোনা হয় না


ভাবসম্প্রসারণ: সোনা অনেক মূল্যবান একটি ধাতু। এর রং উজ্জ্বল এবং রোদের আলোয় চক চক করে। তামা এবং পিতলের রঙও উজ্জ্বল এবং চক চকে কিন্তু তারা সোনার মতো মূল্যবান নয়।


বাহ্যিক দিক, আকর্ষনীয় পোশাক-আশাক কিংবা চাকচিক্য দেখে কাউকে বিচার করা যায় না। এটা কেবলই উপরের একটা খোলস। খোলসের ভিতরে রয়েছে মানুষটির প্রকৃত পরিচয়। সে ভালো নাকি খারাপ, তার উদ্দেশ্য কেমন এসব লক্ষ রেখে একজন মানুষের গুণ বিচার করতে হয়। তানাহলে একজন খারাপ মনের মানুষও দামি জামা-কাপড় পরে অর্থ দিয়ে অনেক মূল্যবান একজন মানুষে পরিণত হবে যা সমাজের জন্য অকল্যাণ বয়ে আনবে।


চক চকে জিনিস মাত্রই সোনা নয়। দামি পোশাক-আশাকে মানুষের গুণ নিহিত থাকে না। গুণী সেই যে সৎ এবং সত্যের পথে চলে।




👉'চক চক করলেই সোনা হয় না' ইংরেজিতে কি হবে? 

উত্তর: All that glitters is not gold. 

Post a Comment

2 Comments