ভাবসম্প্রসারণ: দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য এবং কতিপয় প্রশ্ন ও উত্তর

ভাবসম্প্রসারণ: দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য এবং কতিপয় প্রশ্ন ও উত্তর



দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য


বিদ্যা অর্জনই সব কিছুর মূল নয়। বরং সেই বিদ্যা কোন কাজে ব্যবহার করা হচ্ছে সেটাই মূল কথা। বিদ্বান ব্যক্তি যদি দুশ্চরিত্রবান হয় তবে তার সঙ্গ পরিত্যাগ করা অপরিহার্য।


জ্ঞানার্জন করা সকলের জন্য অপরিহার্য। কিন্তু জ্ঞানী ব্যাক্তি মাত্রই যে ভালো মানুষ হবে এমন কোনো ধারণা মনের মাঝে পোষন করি উচিত নয়। সঠিক ভাবে জ্ঞান অর্জন করে কেউ হয়  সন্মানী আবার জ্ঞানের অপব্যবহার করে কেউ হয় ঘৃণ্য।

মানুষের চরিত্র, আচার-ব্যবহার ও সততার মাধ্যমে একজন মানুষ সকলের কাছে সন্মানী হয়ে ওঠে। একজন বিদ্বান চরিত্রবান মানুষ দেশ ও সমাজের জন্য বয়ে আনবে অপার কল্যাণ। আবার একজন বিদ্বান দুশ্চরিত্রবান মানুষ দেশ ও সমাজের জন্য বিপর্যয় টেনে আনবে এবং মানুষকে ভোগান্তির শিকার করাবে।


একজন দুর্জন ব্যাক্তি যতই জ্ঞানী হক না কেন, সে কখনো সমাজের জন্য কল্যাণকর নয়। আর যে বিদ্বান ব্যক্তি সমাজের ক্ষতিসাধন করে তার সঙ্গ ত্যাগ করা অবশ্যই অপরিহার্য।



'দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য' নিয়ে কতিপয় প্রশ্ন ও উত্তর


প্রশ্ন ০১: 'দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য' উক্তিটি কার?

উত্তর: উক্তিটি লর্ড হ্যালিফক্সের।


প্রশ্ন ০২: 'দুর্জন' শব্দের অর্থ কি?

উত্তর: 'দুর্জন' শব্দের অর্থ 'খারাপ লোক।'

Post a Comment

0 Comments