লেখক সাদাত হোসাইনের নতুন ১৫টি ফেসবুক স্টেটাস। ক্ষুদ্র কবিতা



লেখক সাদাত হোসাইনের নতুন ১৫টি ফেসবুক স্টেটাস। ক্ষুদ্র কবিতা


ছুতে গেলে কাছের আকাশ দূরে সরে যায় আরও,

আমি তাই নাম দেই আকাশ তোমারও।


~ সাদাত হোসাইন।


মেঘের মতো ভার হয়ে রয় বুক,

মেঘের মতো থমথমে কী ব্যাথা!

মেঘতো তবু বৃষ্টি হয়ে ঝরে,

আমার কেবল জমছে ব্যাকুলতা।


~ সাদাত হোসাইন।


আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হাড়িয়ে যাই,

ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই।

হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে,

নির্বাসনের একটা জীবন মাড়িয়ে যাই।


~ সাদাত হোসাইন।


সব আলো নিভে গেলে, দিন শেষে জেগে ওঠে, যাইনি যা দেখা,

মানুষও তারার মতো, অগুনিত মানুষের ভিড়ে, রয়ে যায় একা।


~ সাদাত হোসাইন।


কালো হোক, সাদা হোক,

চোখ খোলা- বাঁধা হোক,

রাস্তা বা ফেসবুকে-

পুরো হোক, আঁধা হোক।


তবু হোক-


'কিন্তু' বা 'যদি' বাদ

দিয়ে হোক প্রতিবাদ।


~ সাদাত হোসাইন।



ঘুণপোকায় খাওয়া ঊন মানুষের দেশ, বেঁচে আছে লাশের শরীরে,

অথচ সারি সারি কঙ্কাল ছুটে আরোগ্য সদনে।

জানে কি কেউ, কে কোথায় আছে বেঁচে,

এই অকাল বোধনে।


~ সাদাত হোসাইন।


পুরুষের বেশ ধরে শ্বাপদের সন্ন্যাস,

তবু কেন এই দেশে মেয়ে তুই জন্মাস।


~ সাদাত হোসাইন।



হলে রাত্রি ভোর, তার ওম চাদর, যদি না থাকে,

তবে আজ একা, হোক দিন দেখা, কে ভুল রাখে।


~ সাদাত হোসাইন!


তোমার নামে সন্ধ্যা নামা শহর জানে,

রোজ কতটা আঁধার জমাই অভিমানে।

রোজ কতটা কান্না জমাই বুকের কোণে,

তোমার নামে রাত্রি গভীর শহর জানে।


~ সাদাত হোসাইন।


কার কাছে জমা রেখে মন কার কাছে যাই,

মানুষও নদীর মতন, একটা জনম শুধু দুঃখ জমাই!


~ সাদাত হোসাইন।


তোমার গল্পে অল্প হলেও আমার নামের শব্দ থাক,

হোক না সরব অন্য কেউ আমারটুকু স্তব্ধ থাক।


~ সাদাত হোসাইন।


বৃষ্টি লিখব বলে, কাব্য-কৌতুহলে শব্দ খুঁজি,

অথচ দু চোখ জানে, কী ভীষণ অভিমানে,

বৃষ্টি বলতে আমি তোমাকেই বুঝি।


~ সাদাত হোসাইন।


কোথায় যাবে, তোমার মানুষ রেখে?

মানুষ কেন হারিয়ে গেলে শেষে, মানুষ পাওয়া শেখে!


~ সাদাত হোসাইন।


সুতোখানি ছিঁড়ে গেলে দেখি, জুড়ে দেয়া কতখানি ভার!

কাছের মানুষ দূরে গেলে, কতখানি ফিরবে আবার?


~ সাদাত হোসাইন।


এখানে দাও যদি কিছু জোছনার রঙ,

আমিও লুকাই ব্যাথা হাসিতে বরং।


~ সাদাত হোসাইন।

Post a Comment

0 Comments