৫টি সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর এবং ৫টি যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর
৫টি সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর
সরল - মিথ্যা কথা বলে বিপদে পড়েছ।
যৌগিক - মিথ্যা কথা বলেছ, তাই বিপদে পড়েছ।
সরল - দয়া করে সব খুলে বলুন।
যৌগিক - দয়া করেন ও সব খুলে বলুন।
সরল - ঠিক সময় স্টেশনে না গেল ট্রেন পাওয়া যাবে না।
যৌগিক - ঠিক সময় স্টেশনে যেতে হবে নতুবা ট্রেন পাওয়া যাবে না।
সরল - বাবা আমাকে একশ টাকা দিয়ে বাজারে যেতে বললেন।
যৌগিক - বাবা আমাকে একশ টাকা দিলেন এবং বাজারে যেতে বললেন।
সরল - এখন থেকে সঞ্চয় না করলে ভবিষ্যতে বিপদে পড়বে।
যৌগিক - এখন থেকে সঞ্চয় কর, নয়তো ভবিষ্যতে বিপদে পড়বে।
৫টি যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর
যৌগিক - তুমি আসবে এবং আমি যাব।
সরল - তুমি এলে আমি যাব।
যৌগিক - ছেলেটি গরিব, কিন্তু মেধাবী।
সরল - ছেলেটি গরিব হলেও মেধাবী।
যৌগিক - এখনই যাও, নচেৎ তার দেখা পাবে না।
সরল - এখনই না গেলে তার দেখা পাবে না।
যৌগিক - বৃষ্টিতে ভিজ না, জ্বর হবে।
সরল - বৃষ্টিতে ভিজলে জ্বর হবে।
যৌগিক - এখন থেকে পড়াশোনা কর, পরীক্ষায় উত্তীর্ণ বে।
সরল - এখন থেকে পড়াশোনা করলে পরীক্ষায় উত্তীর্ণ হবে।
আরও পড়ুন: ৫টি জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর এবং ৫টি যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর