১০টি জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর



১০টি জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর 


জটিল - যে সাহসী ব্যক্তি, সে কখনো বিপদকে ভয় পায় না।

সরল - সাহসী ব্যক্তি বিপদকে ভয় পায় না।


জটিল - যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে।

সরল - পরিশ্রম করলে ফল পাবে।


জটিল - যখন তার শৈশব কাল, তখন তার বাবা মারা যায়।

সরল - শৈশবকালে তার বাবা মারা যায়।


জটিল - যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে।

সরল - দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে।


জটিল - যদিও লোকটি গরিব, তথাপি সে অতিথিপরায়ণ।

সরল - লোকটি গরিব হলেও অতিথিপরায়ণ। 


জটিল - আমি যে গান গাই, তা যৌবনের গান।

সরল - আমি যৌবনের গান গাই।


জটিল - যেহেতু যানযট, সেহেতু গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে।

সরল - যানযট থাকায় গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে।


জটিল - যদি গুরুজনের কথা না শোন, তাহলে ভবিষ্যতে বিপদ হবে।

সরল - গুরুজনের কথা না শুনলে ভবিষ্যতে বিপদে পড়বে।


জটিল - ফের যদি আসি, তবে সিঁধকাঠি সঙ্গে করে আসব।

সরল - ফের আসলে সিঁঠকাঠি সঙ্গে করে আসব।


জটিল - যে তাম্রশাসনে তার নাম খোদাই করা আছে, সেটা আমার হৃদয়পট।

সরল - আমার হৃদয়পটের তাম্রশাসনে তার নাম খোদাই করা আছে।


আরও পড়ুন: ৫টি সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর এবং ৫টি যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর

Post a Comment

0 Comments