৫টি নির্দেশক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর এবং ৫টি প্রশ্নবোধক বাক্যকে নির্দেশক বাক্যে রূপান্তর



৫টি নির্দেশক বাক্যকে প্রশ্নবোধক  বাক্যে রূপান্তর এবং ৫টি প্রশ্নবোধক বাক্যকে নির্দেশক বাক্যে রূপান্তর


৫টি নির্দেশক বাক্যকে প্রশ্নবোধক  বাক্যে রূপান্তর


নির্দেশক - ছাত্রজীবনে অধ্যয়নই তপস্যা।

প্রশ্নবোধক - ছাত্রজীবনে অধ্যয়নই কি তপস্যা নয়? 


নির্দেশক - টাকায় সবই হয়।

প্রশ্নবোধক - টাকায় কি না হয়? 


নির্দেশক - কাজেই আর উপায় নেই।

প্রশ্নবোধক - কাজেই আর উপায় কি? 


নির্দেশক - পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়।

প্রশ্নবোধক - পাগলা কুকুর কামড়ালে কি জলাতঙ্ক রোগ দেখা দেয়?


নির্দেশক - পরিণামে ধর্মেরই জয়।

প্রশ্নবোধক - পরিণামে ধর্মেরই কি জয় হয় না? 


৫টি প্রশ্নবোধক বাক্যকে নির্দেশক বাক্যে রূপান্তর


প্রশ্নবোধক - ভুল কার না হয়?

নির্দেশক - ভুল সকলেরই হয়।


প্রশ্নবোধক - ফুল কে না ভালোবাসে? 

নির্দেশক - ফুল সকলেই ভালোবাসে।


প্রশ্নবোধক - কে জানে সে কবে আসবে? 

নির্দেশক - সে কবে আসবে এ কথা কেউ জানে না।


প্রশ্নবোধক - রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে শোনেনি? 

নির্দেশক - রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সকলেই শুনেছে।


প্রশ্নবোধক - কি যে যাতনা বিষে বুঝবে কিসে? 

নির্দেশক - বিষে কি যাতনা সে কিছুতেই বুঝবে না।



আরও পড়ুন: ৫টি অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর এবং ৫টি নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর

Post a Comment

0 Comments