৫টি অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর এবং ৫টি নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর



৫টি অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর এবং ৫টি নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর


৫টি অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর


অস্তিবাচক - আজকাল সব জিনিসই দুর্লভ।

নেতিবাচক - আজকাল কোনো জিনিসই সুলভ নয়।


অস্তিবাচক - মানুষকে ঘৃণা করা বড় পাপ।

নেতিবাচক - মানুষকে ঘৃণা করার মতো পাপ আর নেই।


অস্তিবাচক - দারিদ্র সেবাই শ্রেষ্ঠ ধর্ম।

নেতিবাচক - দারিদ্র সেবা অপেক্ষা বড় ধর্ম আর কিছুই নেই।


অস্তিবাচক - লোকটি সত্যবাদী।

নেতিবাচক - লোকটি মিথ্যাবাদী নয়।


অস্তিবাচক - অল্প লোকই বেদের অর্থ বুঝত।

নেতিবাচক - অনেকেই বেদের অর্থ বুঝত না।


৫টি নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর


নেতিবাচক - যে জাতির অতীত নেই, তার ভবিষ্যতও নেই।

অস্তিবাচক - যে জাতির গিয়েছে, সে জাতির ভবিষ্যতও গিয়েছে।


নেতিবাচক - আমি মিথ্যা কথা জীবনে বলিনি।

অস্তিবাচক - আমি সব সময় সত্য কথাই বলি।


নেতিবাচক - তুমি ছাড়া কেউ চুরি করে নাই।

অস্তিবাচক - তুমিই এটা চুরি করেছ।


নেতিবাচক - এখানে আমি অনেকদিন আসিনি।

অস্তিবাচক - এখানে আমি বহুদিন আগে এসেছি।


নেতিবাচক - আমি এখন পর্যন্ত কিছুই খাইনি।

অস্তিবাচক - আমি এখনও অভুক্ত আছি।



আরও পড়ুন: ৫টি ইচ্ছাসূচক বাক্যকে নির্দেশক বাক্যে রূপান্তর

Post a Comment

0 Comments