বিনা বেতনে পড়ার সুযোগ লাভের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন।
১৮ জানুয়ারি, ২০২০
বরাবর
প্রধান শিক্ষক
সাকোয়া উচ্চ বিদ্যালয়,
সাকোয়া।
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রসঙ্গে।
মহোদয়,
বিনীত নিবেদন এ যে, আমি আপনার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমাদের সংসারে একমাত্র টাকা উপার্জনকারী আমার বাবা একজন ভ্যান চালক। তাঁর পক্ষে সেই উপার্জন দিয়ে সংসারের ভরণপোষণের পর আমাদের দুই ভাই এক বোনকে পড়ানো অসম্ভব হয়ে পড়েছে। উল্লেখ্য যে, পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে আমি কৃতিত্বের সাথে উত্তীর্ণ করেছি।
অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, আমাদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিলে আমার পড়াশোনা নির্বিঘ্ন হবে এবং আমার পরিবারও বিশেষভাবে উপকৃত হবে।
বিনীত নিবেদক,
মো: সুমন ইসলাম
শ্রেণী: ষষ্ঠ
শাখা: খ
রোল: ৮
আরও পড়ুন: কলেজে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন। আবেদন পত্র