সারমর্ম : ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল
ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।
মুহূর্ত নিমেষ কাল,তুচ্ছ পরিমাণ,
রচে যুগ যুগান্তর অনন্ত মহান,
প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ,
ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ।
প্রতি করুণারদান, স্নেহপূর্ণ বাণী,
এ ধরায় স্বর্গ সুখ নিত্য দেয় আনি।
সারমর্ম: এই পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়। ছোট্ট ছোট্ট বালুকার কণা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি বিন্দু বিন্দু জল দিয়ে সৃষ্টি হয় অতল সাগর। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো থেকে সৃষ্টি হয় অনন্ত মহাকালের। আবার সমান্য অপরাধের পথ ধরেই আসে মহাপাপ। একটু করুণা আর স্নেহের বাণী এ পৃথিবীতে স্বর্গসুখ এনে দিতে পারে। তাই ছোট হলেই কোনো কিছু তুচ্ছ নয়।
আরও পড়ুন: সারমর্ম কি/ সারমর্ম কাকে বলে? সারমর্ম লেখার নিয়ম ( উদাহরণ সহ )