বঙ্গভঙ্গ কী? বঙ্গভঙ্গ কাকে বলে?



বঙ্গভঙ্গ কী? বঙ্গভঙ্গ কাকে বলে?


বঙ্গভঙ্গ 

'বঙ্গভঙ্গ' শব্দটিকে যদি আমরা ভাগ করি তাহলে হয় 'বঙ্গ+ভঙ্গ'। 'বঙ্গ' শব্দের অর্থ বাংলা আর 'ভঙ্গ' শব্দের অর্থ ভাগ।


তাহলে বঙ্গভঙ্গ শব্দের অর্থ দাড়াচ্ছে 'বাংলা ভাগ'।


১৯০৫ সালে ইংরেজ সরকার কর্তৃক অবিভক্ত বা অবিচ্ছেদ্য বাংলাকে বিভক্ত বা বিচ্ছেদ করে পৃথক প্রদেশ সৃষ্টি করাকেই বঙ্গভঙ্গ বলে।


বঙ্গভঙ্গ করা হয় লর্ড কার্জনের শাসনামলে। 

এবং এই বঙ্গভঙ্গ রোদ করা হয় ১৯১১ সালের ১২ই ডিসেম্বর। 


আরও পড়ুুন: মুজিবনগর সরকার গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ ১২টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

Post a Comment

0 Comments