বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কতিপয় ঐতিহাসিকদের মতামত
বাংলা নামের উৎপত্তি
প্রথমেই বলে নেই বাংলা নামের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মাধ্যে যথেষ্ট মত বিরোধ বা মত পার্থক্য রয়েছে।
১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয় তার আগে পর্যন্ত বাঙালির এই আবাসভূমিকে বলা হত 'বঙ্গদেশ'। ইংরেজরা এই বঙ্গদেশের নাম দিয়েছিল 'বেঙ্গল'। আর এই বেঙ্গল শব্দটি এসেছে পর্তুগিজদের দেয়া 'বেঙ্গলা' শব্দ থেকে।
বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কতিপয় ঐতিহাসিকদের মতামত নিচে দেওয়া হলো:
সুকুমার সেনের মতে, বাংলা নামের উৎপত্তি: জলময় দেশে সারা পূর্বাপর বাস করে তারা 'বঙ্গ' এবং তাদের নিবাসভূমি 'বঙ্গদেশ'।
আবুল ফজলের মতে, বাংলা নামের উৎপত্তি: আবুল ফজল তার আইন-ই-আকবরী গ্রন্থে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আবুল ফজলের মতে 'বংগ' এর সাথে বাঁধ অর্থ জ্ঞপক 'আল' যুক্ত 'বংগাল' শব্দের উৎপত্তি হয়েছে। অন্যদিকে সেমিট্রিক ভাষায় 'আল' অর্থ আওলাদ, সন্তান-সন্তুতি ও বংশধর। তাই 'বং' এর সাথে বংশধর অর্থ (বাং + আল ) বঙ্গাল বা বংগাল শব্দের উৎপত্তিকে নেহায়েত উড়িয়ে দেয়া যায়না। 'বংগ' শব্দটি 'গংগ' শব্দে রূপান্তর বলেও কেউ কেউ মনে করেন। 'বঙ্গ' শব্দজাত 'বঙ্গাল' শব্দটি একাদশ-দ্বাদশ শতাব্দী থেকে ব্যবহৃত হয়ে আসছে।
ড. নীহাররঞ্জন রায়ের মতে, বাংলা নামের উৎপত্তি: বাঙালির ইতিহাস আদিপর্ব রচিয়তা ড. নীহাররঞ্জন রায়ের মতে রাজতন্ত্রের নিঃসংশয় প্রমাণ ও পরিচয় পাওয়া যায় খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিক ইতিহাস কথিত গঙ্গারাষ্ট্রের বিবরণের মধ্যে।
আরও পড়ুন: বঙ্গভঙ্গ কী? বঙ্গভঙ্গ কাকে বলে?