৩০টি গুরুত্বপূর্ণ শব্দের অশুদ্ধি থেকে শুদ্ধিকরণ ( ভুল শব্দ, সঠিক শব্দ, ভুলের কারণ )
Osman Ali
September 28, 2020
৩০টি গুরুত্বপূর্ণ শব্দের অশুদ্ধি থেকে শুদ্ধিকরণ ( ভুল শব্দ, সঠিক শব্দ, ভুলের কারণ )
ভুল শব্দ - সঠিক শব্দ - ভুলের কারণ
- শ্রদ্ধাঞ্জলী - শ্রদ্ধাঞ্জলি - নিবেদন অর্থে 'অঞ্জলি' বানানে 'ই' কার হবে।
- ব্যার্থ - ব্যর্থ - বি + অর্থ
- আবিস্কার - আবিষ্কার - সন্ধি : আবিঃ + কার।
- ইতিমধ্যে - ইতোমধ্যে - ইতি + মধ্যে।
- দৈন্যতা - দৈন্য - বিশেষণের শেষে তা যুক্ত হবে না।
- পৈত্রিক - পৈতৃক - অশুদ্ধ প্রয়োগ।
- সমৃদ্ধশালী - সমৃদ্ধ - বাহুল্য।
- স্বরস্বতী - সরস্বতী - প্রত্যয় : সরস + বৎ + ঈ।
- মুমুর্ষ - মুমূর্ষু - প্রত্যয় : মৃ + স + উ।
- পরিস্কার - পরিষ্কার - সন্ধি : পরিঃ + কার।
- রামায়ন - রামায়ণ - ণ ত্ব বিধান।
- প্রতিযোগীতা - প্রতিযোগিতা - প্রতিযোগী + তা।
- মনোকষ্ট - মনঃকষ্ট - সন্ধি : মনঃ + কষ্ট।
- দুরুহ - দুরূহ - বাহুল্য।
- হর্ণ - হর্ন - বিদেশি শব্দে ণ ত্ব বিধান খাটে না।
- ব্রাহ্মন - ব্রাহ্মণ - ণ ত্ব বিধান।
- পিপিলিকা - পিপীলিকা - পা + সন + আ + আ।
- শারিরিক - শারীরিক - শরীর + ইক।
- নিরব - নীরব - নিঃ + রব।
- অদ্যবধি - অধ্যাবধি - অদ্য + অবধি।
- গ্রীণ - গ্রীন - বিদেশি শব্দে ণ ত্ব বিধান খাটে না।
- মরিচিকা - মরীচিকা - মরীচ + ক + আ।
- ব্যকরন - ব্যকরণ - ণ ত্ব বিধান।
- বাল্মিকী - বাল্মীকি - প্রত্যয় : বাল্মীক + অ + ই।
- ব্যাথা - ব্যথা - ব্যথ + অ + আ।
- নিরপরাধী - নিরপরাধ - অশুদ্ধ প্রয়োগ।
- ওতোপ্রোত - ওতপ্রোত - সন্ধি : ওত + প্রোত।
- নিশিথিনি - নিশীথিনী - প্রত্যয় : নিথীথ + ইনী।
- সংস্কৃতিক - সাংস্কৃতিক - সংস্কৃতি + ইক।
- ইংরেজী - ইংরেজি - ভাষার নামে 'ই' কার হয়।