আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কত সালে স্বীকৃতি পায়? (বিস্তারিত)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী?
'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' এই দিনটি বাঙালির জীবনে সাধারন কোনো দিন নয়। এই দিনটির মহিমাও অনন্য ও অপরিসীম।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এই দিনটি বাঙালির জন্য হৃদয়বিদারক হলেও এটি বড় গৌরবের দিন। এই দিনে রাষ্ট্রভাষা বংলার দাবিতে রাজপথ রঞ্জিত হয় রক্তে। প্রাণ যায় রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা আরও অনেকজনের।
তাদের প্রাণের বিনিময়ে আজকের এই আমরা বংলা ভাষায় কথা বলেতে পারি। সেই সাথে পারি আবেগ, অনুভূতি, ভালোবাসা প্রকাশ করতেও।
তাই যারা এই ভাষার গৌরব রক্ষার্থে ও রাষ্ট্রভাষা বাংলা করতে প্রাণ দিল তারা মরে নাই। তারা বেঁচে আছেন লক্ষ কোটি বাংলাভাষী মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতির যায়গায়।
তাই সেসব শহীদদের স্মরণে ২১ শে ফেব্রুয়ারি দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়।
ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে তৈরি হয়েছে অনেক গান। সেসব গানের মধ্যে একটি জনপ্রিয় গান হলো :
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি?"
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কত সালে স্বীকৃতি পায়?
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ( UNESCO ) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তাদের ৩১তম সম্মেলনে মহান ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষাি দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: তমদ্দুন মজলিস কী? তমদ্দুন মজলিস গঠনের উদ্দেশ্য কী? (বিস্তারিত)