ভালোবাসা কী / ভালোবাসা কাকে বলে? ভালোলাগার অর্থই কি ভালোবাসা?
ভালোবাসা কী / ভালোবাসা কাকে বলে?
ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া যায় না। একেক জনের দৃষ্টিভঙ্গি থেকে ভালোবাসা একেক রকম। তবে ভালোবাসা বলতে মূলত আমরা যেটা বুঝি তা হলো দুটি মনের মিলন। দুজনের বোঝাপড়ার মিল, চিন্তাধারার মিল ইত্যাদি।
ভালোলাগার অর্থই কি ভালোবাসা?
ভালোলাগার অর্থ ভালোবাসা না হলেও ভালোলাগা হচ্ছে ভালোবাসায় পদার্পণের প্রথম ধাপ। ভালোলাগা থেকেই ধীরে ধীরে ভালোবাসার শুরু হয়। ধরেন আপনার একজন বন্ধু বা বান্ধবী কিংবা অপরিচিত কেউ, তাকে আপনার ভালোই লাগে না তাহলে তার প্রতি আপনার মনের ভিতর ভালোবাসা জন্মাবে কীভাবে? ভালোবাসা তৈরি হওয়ার আগে ভালোলাগারও দরকার আছে।
তবে এমন ভালোবাসাও বিরল নয় যেখানে প্রথমে ভালো লাগেনি কিন্তু পরে ভালোবাসা হয়েছে। প্রথম দেখায় কাউকে ভালো নাও লাগতে পারে। পরে ধীরে ধীরে তার সাথে পরিচিত হয়ে কথাবার্তা বলে, চলাফেরা করতে করতে তার প্রতি একটা ভালোলাগা তৈরি হতে পারে এবং সেই ভালোলাগা ভালোবাসাতেও রূপান্তর হতে পারে।
তাই ভালোবাসা কখন, কথায়, কীভাবে হয়ে যাবে তা বলা যায় না। এবং বলা অসম্ভবও প্রায়।
কেউ সত্যিই আমাকে ভালোবাসে কিনা কীভাবে বোঝা যায়?
কেউ সত্যিই আমাকে ভালোবাসে কিনা তা বোঝা যায় প্রতিপক্ষের কথাবার্তায়, ব্যবহারে, ইশারায়, ভঙ্গিতে। সেটা আপনার নিজের বুঝে নিতে হবে।
মনে করেন একজন মেয়ে কিংবা একজন ছেলে, যে কিনা আপনাকে ভালোবাসে কিন্তু আপনাকে বলতে পারে না। হতে পারে সে পরিচিত কিংবা অপরিচিত কেউ।
এখন আপনি কীভাবে বুঝবেন যে, যাকে আপনি ধারণা করছেন সে সত্যিই আপনাকে ভালোবাসা কিনা? আপনার তাকে পর্যবেক্ষণ করতে হবে। তাকে ভালোভাবে দেখতে হবে যে, তার আচরনে এমন কোনো ইঙ্গিত বা ইশারা আছে কিনা, সে আপনার প্রতি দুর্বল কিনা, আপনার প্রতি অনুরক্ত কিনা ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে লক্ষ করতে হবে।
বিষয়গুলো লক্ষ করার পর যদি আপনার মনে হয় যে সে আপনাকে সত্যি ভালোবাসে এবং আপনিও ভালোবেসে ফেলেছেন কিন্তু সে বলতে পারছেনা। তাহলে সাহস করে আপনিই প্রথমে বলে ফেলুন। হতে পারে সে হ্যা বলে দিল আবার না'ও বলতে পারে যদি আপনার ধারণা ভুল হয়। তাই 'হ্যা এবং না' শোনার মতো দুধরনেরই মানসিক প্রস্তুতি রাখতে হবে। না বললে ভেঙ্গে পরা যাবে। আবেগের বশবর্তী হয়ে ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
Sir after reading this post. All my confusions have gone away. I am so benefited by visiting your site. Thanks sir share this information.He has really sweet responses to basically all of these- Thank you very much.
ReplyDeleteSad Dp
fonts copy and paste
অনলাইন ইনকাম
Love is a positive, constructive emotion, which is nowadays understood as a strong feeling of tender affection. It is described as an emotion of strong affection and personal attachment. Love is also described as a virtue representing all human kindness, compassion, and affection. Love is also described as being a virtue representing all human kindness, compassion, and affection. Love is also described as being unconditional in nature. Everybody should know What is Love.
ReplyDelete