বসন্তে - কুসুম কুমারী দাশ। বসন্তে কবিতা। কুসুম কুমারী দাশের কবিতা।
বসন্তে
কুসুম কুমারী দাশ
উত্সব গান, মধুময় তান
আকাশ ধরণী-তলে
কুঞ্জে কুঞ্জে বিহগ কণ্ঠে
লতায় পাতায় ফুলে।
হৃদয়ে সবার দিয়েছে রে দোল
নাচিয়া উঠিছে প্রাণ,
(এ যে) নূতন দেশের মোহন ঝঙ্কার
নূতন দেশের গান।
এ বসন্ত কার, দিতেছে বাহার
চেতনার ঢেউ খুলি
কেবা আপনার, কেবা পর আর
ব্যবধান গেছে খুলি
আজ সে এসেছে দেবদূত হয়ে
জাগাতে সহস্র প্রাণ,
কে আসিবি আয়, ওই শোনা যায়
আনন্দময়ের গান।
কে বাঁচিবি আয়, বাতাসে বাতাসে
পরশে চেতনা জাগে;
কে বাঁচিবি আয়, হৃদয়ে হৃদয়ে,
আজি নব অনুরাগে।
আরও পড়ুন 👉 আদর্শ ছেলে - কুসুম কুমারী দাশ। আদর্শ ছেলে কবিতা। কুসুম কুমারী দাশের কবিতা