১০ টি কবিতা। ছোটদের মজার মজার কবিতা। ছোটদের হাসির কবিতা
হাট টিমা টিম টিম
হাট টিমা টিম টিম,
তারা মাঠে পাড়ে ডিম।
তাদের খাড়া দুটো সিং,
তারা হাট টিমা টিম টিম।
খোকন খোকন ডাক পাড়ি
খোকন খোকন ডাক পাড়ি,
খোকন মোদের কার বাড়ি?
আয়রে খোকন ঘরে আয়,
দুধ মাখা ভাত কাকে খায়।
আম পাতা জোড়া জোড়া
আম পাতা জোড়া জোড়া,
মারব চাবুক চড়ব ঘোড়া।
ওরে বুবু সড়ে দাঁড়া,
আসছে আমার পাগলা ঘোড়া।
পাগলা ঘোড়া ক্ষেপেছে,
চাবুক ছুড়ে মেরেছে।
চাঁদ মামা
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা।
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
ধান ভাঁনলে কুঁড়ো দেবো,
মাছ কাটলে মুঁড়ো দেবো,
কালো গাইয়ের দুধ দেবো,
দুধ খাবার বাটি দিবো
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
তাই তাই তাই
তাই তাই তাই,
মামা বাড়ি যাই।
মামি দিল দুধ ভাত,
পেট ভরে খাই।
আতা গাছে তোতা পাখি
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ,
এত ডাকি তবু কথা
কও না কেনো বউ।
কইব কথা কি ছলে,
কথা কইতে গা জ্বলে।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
চাঁদ উঠেছে ফুল ফুটেছে,
কদম তলায় কে,
হাতি নাচছে ঘোড়া নাচছে
সোনা মণির বিয়ে।
ঘুম পাড়ানি মাসি - পিসি
ঘুম পাড়ানি মাসি - পিসি
মোদের বাড়ি এসো,
খাট নাই পালং নাই
খোকার চোখে বসো।
বাটা ভরে পান দিবো
গাল ভরে খেয়ো,
খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও।
বাক বাকুম পায়রা
বাক বাকুম পায়রা
মাথায় দিয়ে টায়রা,
বৌ সাজবে কাল কী?
চড়বে সোনার পালকি।
আয়রে আয় টিয়ে
আয়রে আয় টিয়ে
নায়ে ভরা দিয়ে।
নাও নিয়া গেল বোয়াল মাছে,
তাই না দেখে ভোদড় নাচে।
ওরে ভোদড় ফিরে চা,
খুকুর নাচন দেখে যা।