যানবাহনে জিনিসপত্র সচেতনভাবে সঙ্গে রাখুন



যানবাহনে জিনিসপত্র সচেতনভাবে সঙ্গে রাখুন


পরিক্ষা শেষ। বাসার উদ্দেশে রওনা দিলাম। হঠাৎ দেখি সামনে অনেক মানুষের ভিড় জমেছে। কৌতুহলবসত আমিও গেলাম ভিড়ের মাঝে। কি হয়েছে দেখতে। একজন মাঝবয়সী মহিলা অঝোরে কাঁদছেন। কোলে ছোট সন্তান। মাটিতে পরে আছে একটি ব্যাগ। কথায় কথায় ভিড়ের মাঝখান থেকে কেউ একজন বলে উঠলে, ' কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? '। মহিলাটি বললো, সে কথায় থেকে যেন আসতেছিল অটোতে চরে। অটোওয়ালা তাকে এখানে নামিয়ে দিয়েছে।

তারপর?

অটোতে অন্য একটি ব্যাগ নামাতে মনে না থাকায় অটোওয়ালা সেই ব্যাগ সহ চলে গেছে।

একটা ব্যাগের জন্য সন্তান কোলে নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে এভাবে কাঁদছেন?

শুধু ব্যাগের জন্য কাঁদছি না!

আর কি জন্য কাঁদছেন?

ব্যাগের ভিতর চার হাজার টাকা ছিলো...একথা বলতেই অনেকক্ষণ যাবৎ আটকে রাখা কান্নাটা আবার বেড়িয়ে আসলো।

কান্না দেখে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে টাকাটা তার অনেক কষ্টে উপার্জন করা।

দিনশেষে সবাই হয়তো নিশ্চিতে আপন আপন ঘরে ফিরে যাবে। কিন্তু এই মহিলাটি? সেও ঘরে ফিরে যাবে। তবে হাজারটা চিন্তা মাথায় নিয়ে।

আজ পরিক্ষার রুমে কি হয়েছে সেটি বলি, 

সময় শেষ হওয়ার ৫ মিনিট আগেই একজনের পরিক্ষা শেষ হয়েছে। সে কাগজ পত্র গুছিয়ে নিয়ে খাতা জমা দিয়ে চলে গেল। পরে তার পাশের পরিক্ষার্থীটি বলে উঠলো, মাটিতে সেই ছেলেটির মানিব্যাগ পরে আছে।

মহিলা আর এই পরিক্ষার্থীর দুটো বিষয় একদম কাকতালীয়।

তাই প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সাবধানে রাখবেন। হোক টকা-পয়সা কিংবা অন্যকিছু।

~ ওসমান আলী।

আরও পড়ুন: স্মৃতির টানে

Post a Comment

0 Comments