ড. মুহম্মদ শহীদুল্লাহর পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )।



ড. মুহম্মদ শহীদুল্লাহর পরিচিতি  ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )। 


ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা  জেলার পেয়ারা গ্রামে ১৮৮৫ খ্রিষ্টাব্দে মুহম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন

বংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা ও বাংলা ব্যাকরণ রচনাতে তার ভূমিকা অনস্বীকার্য।

ড. মুহম্মদ শহীদুল্লাহ'র শিক্ষা জীবন


১৯১০ সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন মুহম্মদ শহীদুল্লাহ

এবং ১৯১২ সালে ভাষাতত্ত্বে এম এ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

আরেকটি বিষয় যা উল্লেখ করা প্রয়োজন, মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ব বিভাগের প্রথম ছাত্র।

এরপর মুহম্মদ শহীদুল্লাহ প্যারির সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ড্ক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন।

তাছাড়া মুহম্মদ শহীদুল্লাহ বহুভাষাবিদ ও পন্ডিত হিসেবে খ্যাত।

ড. মুহম্মদ শহীদুল্লাহ'র কর্মজীবন


ড. মুহম্মদ শহীদুল্লাহ তার কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

ড. মুহম্মদ শহীদুল্লাহ'র সম্পাদনায় ' শিশু - পত্রিকা 'আঙুর' প্রকাশিত হয়

ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবনাবসান ঘটে ঢাকায় ১৯৬৯ সালে।

Post a Comment

0 Comments