বনফুল/বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )।



বনফুল/বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পরিচিতি  ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )। 


১৮৯৯ সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ( বনফুল )।

বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন চিকিৎসক। তিনি পেশায় চিকিৎসক হলেও সাহিত্যের প্রতি তার একটা প্রবল আগ্রহ ছিলো।

বলাইচাঁদ মুখোপাধ্যায় তার গল্পকে ব্যঙ্গ রসিকতায়পূর্ণ  এবং আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য সাহিত্যে বিশেষ স্থান লাভ করে নিয়েছেন।

বনফুল রচিত উল্লেখযোগ্য কিছু গল্পগ্রন্থ :



  • বনফুলেরর গল্প।
  • অদৃশ্যলোকে।
  • বহুবর্ণ।
  • অনুগামিনী।
  • বাহুল্য।


সাহিত্যে অসাধারন ভূমিকার জন্য বলাইচাঁদ মুখোপাধ্যায়কে স্বীকৃতি স্বরূপ পদ্মভূষণ ( ভারত ) উপাধি প্রদান করা হয়।

বলাইচাঁদ মুখোপাধ্যায় ( বনফুল ) ১৯৭৯ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

Post a Comment

0 Comments