সত্যেন্দ্রনাথ দত্তের পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )।



সত্যেন্দ্রনাথ দত্তের পরিচিতি  ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )। 


১৮৮২ সালে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্ম গ্রহণ করেন সত্যেন্দ্রনাথ দত্ত।

সত্যেন্দ্রনাথ দত্ত বৈচিত্র্যপুর্ণ ছন্দের কবিতা লিখার জন্য ' ছন্দের জাদুকর ' উপাধি লাভ করেন।

সত্যেন্দ্রনাথ দত্তের কর্মজীবন


সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থবিনিয়োগ করে। পরে ব্যবসা ছেড়ে দিয়ে পুরোপুরি  সহিত্যসাধনায় আত্মনিয়োগ করেন।

সত্যেন্দ্রনাথ দত্ত আরবি, ফারসি, ইংরেজি সহ বিভিন্ন ভাষা জানতেন।

সত্যেন্দ্রনাথ দত্ত বিদেশি ভাষা থেকে নাটক, উপন্যাস, প্রবন্ধ অনুবাদ করেছিলেন। তবে সত্যেন্দ্রনাথ দত্ত অধিক পরিচিতি লাভ করেন কবি হিসেবেই।


সত্যেন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে:



  • কুহু ও কেকা।
  • বেণু ও বীণা।
  • বিদায় আরতি।


ইত্যাদি।

সত্যেন্দ্রনাথ দত্তের জীবনাবসান ঘটে ১৯২২ সালে মাত্র ৪০ বছর বয়সে।

Post a Comment

0 Comments