হুমায়ূন আহমেদের পরিচিতি। Biography of Humayun Ahmed



হুমায়ূন আহমেদের পরিচিতি


১৩ ই নভেম্বর ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন শামসুর রহমান ( হুমায়ূন আহমেদ ) । 

হুমায়ূন আহমেদের ডাকনাম ছিল কাজল

পিতার নাম শহীদ ফয়জুর রহমান ও মাতা আয়েশা ফয়েজ।

বিংশ শতাব্দির অন্যতম জনপ্রিয় ও পাঠকপ্রিয় লেখক হচ্ছেন হুমায়ূন আহমেদ।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয় হুমায়ূন আহমেদকে।

হুমায়ূন আহমেদ আধুনিক বাংলা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ।

হুমায়ূন আহমেদ একাধারে ঔপোন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, 
গীতিকার, চিত্রনাট্যকার এবং চলচিত্র নির্মাতা ও অধ্যাপক ( রসায়ন )।

হুমায়ূন আহমেদের শিক্ষাজীবন


বাবার চাকুরী সূত্রে দেশের অনেক স্কুলে  পড়াশোনার সুযোগ হয় হুমায়ূন আহমেদের।

১৯৫৫ - ১৯৫৯ সাল পর্যন্ত হুমায়ূন আহমেদ সিলেটের কিশোরী মোহন পাঠশালা ( বর্তমান কিশোরী মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয় )  এ পড়াশোনা করেন।

বগুরা জেলা স্কুলে ১৯৬৩ সালে হুমায়ূন আহমেদ নবম শ্রেণীতে ভর্তি হয় এবং সেখান থেকেই ১৯৬৫ সালে ম্যাট্রিক পাশ করেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন।

এরপর হুমায়ূন আহমেদ ঢাকা কলেজে ভর্তি হয়ে সেখানে বিজ্ঞান বিভাগ থেকে  উচ্চ মাধ্যমিক পাশ করেন।

তারপর হুমায়ূন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন ও ১ম শ্রেণীতে বিএসসি ( সম্মান ) এবং এসএমসি ডিগ্রী লাভ করেন।

হাজী মুহম্মদ মহসীন হলের ৫৬৪ নং কক্ষে হুমায়ূন আহমেদ তার ছাত্রজীবন অতিবাহিত করেন এবং এই হলে থেকেই তিনি তার ' নন্দিত নরকে ' উপন্যাস রচনা করেন।

হুমায়ূন আহমেদের কর্মজীবন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে ১৯৭৩ সালে হুমায়ূন আহমেদ তার কর্মজীবন শুরু করেন। তখন হুমায়ূন আহমেদের বেতন ছিল ৬৫০ টাকা।

হুমায়ূন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগদান করেন ১৯৭৪  সালে।

এরপরে হুমায়ূন আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিবার্সিটিতে পলিমার বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম


হুমায়ুন আহমেদ তার জীবদ্দশায় প্রায় দুই শতাধিক উপন্যাস ও গল্পগ্রন্থ রচন করেছেন।

হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ও গল্পগ্রন্থ গুলো হচ্ছে :


  • মাতাল হাওয়া।
  • দ্বৈরথ।
  • ব্যাঙ কন্যা এলেং।
  • তিথির নীল তোয়ালে।
  • নিশীথিনী।
  • দেবী।
  • বহুব্রীহি।
  • সে ও নতর্কী।
  • গৌরীপুর জংশন।
  • চাঁদের আলোয় কয়েকজন যুবক।
  • মিসির আলী সমগ্র।
  • কৃষ্ণপক্ষ।
  • নবনী।
  • হিমু সমগ্র।
  • পিপলী বেগম।
  • আকাশ জোড়া মেঘ।
  • ময়ূরাক্ষী।
  • অপেক্ষা।
  • নীল অপরাজিতা।
  • আমার ছেলেবেলা।
  • শূণ্য।
  • গৃহত্যাগী জোছনা।
  • বৃহন্নলা।
  • কোথাও কেউ নেই।
  • জোছনা ও জননীর গল্প।
  • যখন নামিবে আধাঁর।
  • শঙ্খনীল কারাগার।
  • এলেবেলে ১ম পর্ব।
  • এলেবেলে ২য় পর্ব।
  • বসন্ত বিলাপ।
  • নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ।
  • হিজিবিজি।
  • মন্দ্রসপ্তক।
  • তোমাদের জন্য রুপকথা।
  • মেঘ বলেছে যাব যাব।
  • বাদল দিনের দ্বিতীয় কদম ফুল।
  • অন্যভুবন।
  • প্রিয়তমেষু।
  • আমাদের শাদা বাড়ি।
  • হোটের গ্রেভার ইন।
  • শুভ্র সমগ্র।
  • হরতন ইসকাপন।
  • একাত্তর এবং আমার বাবা।
  • লীলাবতী।
  • তিনি ও সে।
  • নির্বাসন।
  • একি কান্ড।
  • সায়েন্স ফিকশন সমগ্র।
  • এইসব দিনরাত্রি।
  • কহেন কবি কালিদাস।
  • তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে।
  • উঠোন পেরিয়ে দুই পা।
  • নিষাদ।
  • অনীশ।
  • পরীর মেয়ে মেঘবতী।
  • আশাবতী।
  • সূর্যের দিন।
  • অমানুষ।
  • দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই।
  • অপরাহ্ন।
  • ছেলেটা।
  • আগুনের পরশমণি।
  • মে ফ্লাওয়ার।
  • তন্দ্রাবিলাস।
  • নীল হাতি।
  • আমার আপন আঁধার।
  • বৃষ্টি ও মেঘমালা।
  • তোমাদের জন্য ভালোবাসা।
  • অনন্ত অম্বরে।
  • পেন্সিলে আঁকা পরী।
  • কুহক।
  • নির্বাচিত ভূতের গল্প।
  • চক্ষে আমার তৃষ্ণা।
  • ইস্টিশন।
  • দেয়াল।
  • জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল।
  • আপনারে আমি খুঁজিয়া বেড়াই।
  • হলুদ পরী।
  • সে আসে ধীরে।
  • শ্যামল ছায়া।
  • দারুচিনি দ্বীপ।
  • সম্রাট।
  • যশোহা বৃক্ষের দেশে।
  • রুপালী দ্বীপ।
  • যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ।
  • ভয়।
  • শ্রাবণ মেঘের দিন।
  • মজার ভূত।
  • ছোটদের সেরা গল্প।
  • দূরে কোথায়।
  • আঙুল কাটা জগলু।
  • অন্যদিন।
  • ইমা।
  • নলিনী বাবু বি.এসসি।
  • জলপদ্ম।
  • জল কন্যা।
  • আজ চিত্রার বিয়ে।
  • সমুদ্র বিলাস।
  • কালো যাদুকর।
  • রোদনভরা এ বসন্ত।
  • মৃন্ময়ীর মন ভালো নেই।
  • নি।
  • নিশিকাব্য।
  • এই আমি।
  • আমরা কেউ বাসায় নেই।
  • তোমাদের এই নগরে।
  • ভূত ভুতুং ভতৌ।
  • রুমালী।
  • জনম জনম।
  • সাজঘর।
  • জল জোছনা।
  • অনন্ত নক্ষত্র বীথি।
  • লিলুয়া বাতাস।
  • ছায়াসঙ্গী।
  • ১৯৭১।
  • সেদিন চৈত্রমাস।
  • জয় জয়ন্তী ।
  • অদ্ভুত সব গল্প।
  • বাসর।
  • মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র।
  • প্রিয়পদরেখা।
  • দ্বীপ।
  • বিপদ।
  • বনের রাজা।
  • পুফি।
  • পারাপার।
  • আমি এবং আমরা।
  • উদ্ভট সব গল্প।
  • ইরিনা।
  • রজনী।
  • আমার প্রিয় ভৌতিক গল্প।
  • মহাপুরুষ।
  • আসমানীরা তিন বোন।
  • চৈত্রর দ্বিতীয় দিবস।
  • রাক্ষস খোক্কস এবং ভোক্কস।
  • চেরাগের দৈত্য এবং বাবলু।
  • তিন পুরুষ।
  • অন্ধকারের গান।
  • এই মেঘ রৌদ্রছায়া।
  • সকল কাটা ধন্য করে।
  • ছবি বানানোর গল্প।
  • পাখি আমার একলা পাখি।
  • ছায়াবীথি।
  • ভূত মন্ত্র।
  • তারা তিনজন।
  • ফিহা সমীকরণ।
  • সৌরভ।
  • নন্দিত নরকে।
  • প্রেমের গল্প।
  • উড়ালপঙ্খি।
  • সবাই গেছে বনে।
  • পারুল ও তিনটি কুকুর।
  • কিছুক্ষণ।
  • নৃপতি।
  • ভালোবাসি যদি সুখ নাহি।
  • পোকা।
  • ভয়ংকর ভূতুড়ে।
  • ফেরা।
  • বাদশা নামদার।
  • নীল মানুষ।
  • বোকাভূ।
  • বোতল ভূত।
  • মধ্যাহ্ন অখন্ড।
  • লীলাবতীর মৃত্যু।
  • পুতুল।
  • শঙ্খনীল কারাগার।
  • কিশোর উপন্যাসসমগ্র।
  • শিশু-কিশোর গল্পসমগ্র।
  • রুপা।
  • অয়োময়।
  • দি একসরসিস্ট।
  • তোমাকে।
  • তিনকণ্যা।
  • কবি।
  • আয়নাঘর।
  • তিন ভিনদেশি।
  • দরজার ওপাশে।
  • ভ্রমণসমগ্র।
  • মেঘের ছায়া।
  • মেঘের ওপর বাড়ি।
  • ছোটদের যত লেখা।
  • বৃষ্টি বিলাস।
  • তেতুল বনে জোছনা।
  • দিঘির জলে কার ছায়া গো।
  • পঞ্চকন্যা।
  • অতি প্রাকৃত।
  • দুই দুয়ারী।
  • ওমেগা পয়েন্ট।
  • নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ।
  • আজ আমি কোথাও যাব না।
  • ফাউন্টেনপেন।
  • বিরহগাঁথা ১।
  • বিরহগাঁথা ২।
  • বিরহগাঁথা ৩।
  • একা একা।
  • A Few Youths In the Moon.
  • মীরার গ্রামের বাড়ী।
  • মৃন্ময়ী।
  • তিন বিচিত্র।
  • এপিটাফ।
  • সেরা হুমায়ূন।
  • পায়ের তলায় খড়ম।
  • এই শুভ্র! এই।
  • জন্মদিনেরর উপহার।
  • যদিও সন্ধা।
  • শ্রেষ্ঠ উপন্যাস।
  • চলে যায় বসন্তের দিন।
  • অরণ্য।
  • নক্ষত্রের রাত।
  • অনিল বাগচীর একদিন।
  • প্রথম প্রহর।
  • স্রুরা আছেন।
  • একজন মায়াবতী।
  • কথামালা।
  • শ্রেষ্ঠ গল্প।
  • ভৌতিক অমনিবাস।
  • শুভ্র।
  • স্বপ্ন ও অন্যান্য।
  • অচিনপুর।
  • কিছু শৈশব।
  • কুটু মিয়া।
  • চন্দ্রসখা।
  • সে কথা কয় আমার আছে জল।
  • Love You All.
  • অদেখা ভুবন।
  • একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি।
  • দ্বিতীয় মানব।
  • ম্যাজিক মুনশি।
  • আজ দুপুরে তোমার নিমন্ত্রণ।
  • কুহুরানী।
  • দশজন।
  • দিনের শেষে।
  • দেখা না দেখা।
  • আমি।
  • আমি এবং কয়েকটি প্রজাপতি।
  • শুভ্র গেছে বনে।
  • এই বসন্তে।
  • আত্মজৈবনীক রচনাসমগ্র।
  • সানাউল্লার মহাবিপদ।
  • বৃষ্টি ও বসন্তবিলাস।
  • অঁহক।
  • শীত অন্যান্য গল্প।
  • কাক ও কাঠগোলাপ।
  • মুক্তিযুদ্ধ সমগ্র।
  • সেই সময় ( ১৯০১ - ১৯৭১ )।
  • স্বনির্বাচিত উপন্যাস।
  • মধ্যাহ্ন ২।
  • প্রিয় ভয়ংকর।
  • Who Speaks.
  • Zero.
  • তোমাদের জন্য রুপকথা।
  • ঘেটুপুত্র কমলা।
  • প্রথম।
  • ভূত আমার পুত।
  • রঙপেন্সিল।
  • কাঠপেন্সিল।
  • বলপয়েন্ট।
  • রাজার কুমার নিনিত।
  • রুমার পালঙ্ক।
  • মানবী।
  • আনন্দ বেদনার কাব্য।
  • রাবণের দেশে আমি ও আমরা।
  • বৃক্ষকথা।
  • কানী ডাইনী।
  • টগর এন্ড জেরি।
  • মিরখাইয়ের অটোগ্রাফ।
  • বোকা রাজার সোনার সিংহাসন।
  • Flowers of Flame.
  • Ant And others stories.
  • এংগা, বেংগা, চেংগা।
  • এসো করো স্নান।
  • জোছনাত্রয়ী।

ইত্যাদি।

হুমায়ূন আহমেদ তার বহুমাত্রিক সৃষ্টির জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।


পুরস্কারগুলো হচ্ছে :

  • লেখক শিবির পুরস্কার ( ১৯৭৩ ) ।
  • বাংলা একাডেমি পুরস্কার ( ১৯৮১ ) ।
  • বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার।
  • মাইকেল মধুসূদন পদক ( ১৯৮৭ )।
  • হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার ( ১৯৯০ )।
  • জয়নুল আবেদীন স্বর্ণপদক।
  • একুশে পদক।
  • একাধিক বার জাতীয় চলচিত্র পুরস্কার।
  • বাচসাস পুরস্কার।


হুমায়ূন আহমেদের জীবনাবসান ঘটে ১৯ জুলাই ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে।

Post a Comment

0 Comments