বাংলাদেশে ই-পাসপোর্ট করার নিয়ম - প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ 2023

ই পাসপোর্ট আবেদনকারীদের উন্মুক্ত অবস্থায় তাদেরকে অবশ্যই নির্ধারিত কাগজ পত্রসমূহ সঙ্গে আপলোড করতে হবে। এই পত্রসমূহ হল: আপনার প্রোফাইল প্রশংসা ছবি, নমনীয় প্রার্থীর জন্ম নিবন্ধন পত্র, আপনার স্কুল অথবা কলেজ সংরক্ষিত পরীক্ষার ফলাফল, আপনার ব্যক্তিগত আইডি পত্র, আপনার স্ট্যাটাস প্রমাণ পত্র, ওয়ার্ক অ্যাম্প্রুভমেন্ট আদান-প্রদানের সাথে সংশ্লিষ্ট প্রমাণপত্র ইত্যাদি। যেসব কাগজ পত্র আপনাকে ই পাসপোর্ট আবেদনের জন্য লাগবে সে সব উল্লেখ করা হল।


বাংলাদেশে ই-পাসপোর্ট করার নিয়ম

ই পাসপোর্ট প্রাপ্তির জন্য, আপনাকে যেসব কাগজ পত্র লাগে তা জেনে রাখতে হবে। এগুলির মধ্যে কিছু হলো আপনার জন্ম সনদ, পরিচয় পত্র, টাকা রিমার্ক ইত্যাদি। আরো আপনাকে যদি আপনার প্রাইভেট কোম্পানির জন্য চুক্তি দিতে হয় তাহলে সেটির তথ্যাদিতে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে হবে। আপনি এগুলি সব কাগজ পত্র দিয়ে আপনার ই পাসপোর্ট আবেদন করতে পারবেন। ই পাসপোর্ট আবেদনের জন্য কাগজ পত্র আবশ্যক সম্পর্কে অনুশীলন পাবেন।




প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ 2023

Applying for an E-passport requires a set of documents in order to successfully complete the process. Knowing what paper documents are required can save time and make the process run more smoothly. The documents needed for an E-passport include a valid passport, passport-sized photographs, a filled-out application form, and proof of payment. Additionally, depending on the country, other documents such as birth certificates or marriage certificates may also be required. In order to get an E-passport, applicants must present all the necessary documents to the relevant authorities.

Post a Comment

0 Comments