১৬ই ডিসেম্বর পোস্টার ডিজাইন পিএলপি ফাইল তৈরি করতে যে এপপ্সটি প্রয়োজন এপপ্সের নাম হচ্ছে পিক্সেল এপপ্স এই এপপ্সের মাধ্যমে আপনি আপনার পছন্দমতো একটি পোস্টার ডিজাইন খুব সহজে তৈরি করতে পারবেন। আসলে প্রথমে বলে নেওয়া ভালো পিক্সেল এপপ্স দিয়ে আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে এডিটিং করে ডিজাইন করে নিতে পারবেন। পিক্সেল এপপ্সের সুবিধা রয়েছে অনেকগুলো এই এপপ্স ডাউনলোড করতে হলে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করলে বা লিখলে পিক্সেল এপপ্স নাম সু করবে তখন আপনি নিচে গিয়ে ডাউনলোড অপশন পাবেন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে পিক্সেল এপপ্সটি।
তারপর আপনি আপনার মতো করে বিজয় দিবসের পোস্টার ডিজাইন পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এছাড়া আপনি যখন কোনো ডিজাইন ভালোভাবে করতে চান তাহলে এই পিক্সেল এপপ্সের মাধ্যমে আপনি এডিটিং নানান ধরণের অপশন সেখানে রয়েছে আপনি চাইলে সেখান থেকে এসব এডিটিং অপশন থেকে লেখার ডিজাইন করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে লেখা ছোট বড় করতে পারবেন। এছাড়া চাইলে পিক্সেল এপপ্স থেকে বিভিন্ন কালার এড করে নিতে পারবেন এবং কি আরো অনেক পিএলপি ফাইল এর ডিজাইন আপনি সহজে পিক্সেল এপপ্স থেকে কাজ তৈরি করে নিতে পারবেন।
ওপেন পিএইচপি ফাইল:
ওপেন পিএলপি ফেলে ক্লিক করলে একেবারে উপরে দেখতে পারবেন তিনটি অপশন আছে এখন থেকে ডাউনলোড ফোল্ডার অপশন আসবে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে দেখতে পারবেন বিজয় দিবস বা ১৬ই ডিসেম্বর পোস্টার ডিজাইন আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে এখানে ক্লিক করলে আপনার পিক্সেল এপপ্সে আসবে।
১৬ই ডিসেম্বর পোস্টার ডিজাইন পিএলপি
এখন আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করবেন আপনার নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে সাজিয়ে নিজের কাজ নিজে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটি এপপ্স দিয়ে খুব অল্প সময়ের ব্যবধানে টাকা ছাড়া আপনি পিক্সেল এপপ্স দিয়ে পোস্টার ডিজাইন পিএলপি ফাইল ডাউনলোড করে নিজের গ্যালারিতে সেইভ করে নিতে পারবেন।
লেয়ার অপশনে ক্লিক করবেন:
লেয়ার অপশনে ক্লিক করলে প্রথম থেকে খেয়াল করলে দেখতে পারবেন বাংলাদেশ জিন্দাবাদ থেকে শুরু করে কিছু লেয়ার হাইড লেয়ার রয়েছে চাইলে আপনারা হাইড করে দিতে পারেন। তারপর যে লেয়ারগুলো দেখতে পারবে। এইসব আপনি হাইড করে দিবেন এতে করে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে অনেক সুবিধা হবে আপনি চাইলে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবির পাশে আপনি আপনার নিজের ছবি এড করে নিতে পারবেন এতে করে নিজের পোস্টার ডিজাইন আরো সুন্দর হবে যে কেউ দেখলে প্রশংসা করবে তাই আপনি শুরুতে একটি পিক্সেল এপপ্স ডাউনলোড করে নিবেন।
পিক্সেল এপপ্স সম্পর্কে ভালোভাবে বুঝবেন যে এই এপপ্স দিয়ে কি পোস্টার ডিজাইন করা যায় আর এখানে আপনি অনেক রকমের ডিজাইনের নাম এবং এডিটিং এর নাম আরো অনেক রকমের ডিজাইনের অপশন এখানে আসবে আপনি একটু ভালোভাবে দেখে নিবেন কোনটি দিয়ে কোন কাজ করে পিক্সেল এপপ্স দিয়ে ভালোভাবে দেখে নিবেন।এই এপপ্সের সুবিধা হচ্ছে আপনার হাতের স্মার্ট ফোন দিয়ে পিক্সেল এপপ্স ইনস্টল করে ১৬ই ডিসেম্বর পোস্টার ডিজাইন পিএলপি ফাইল ডাউনলোড করতে পারবেন।